১২ সেপ্টেম্বর, ২০২৪
২৮ ভাদ্র, ১৪৩১
Mirror Times BD

বিবাহবার্ষিকীতে ফেসবুকে শুভেচ্ছা জানানোয় ‘বিব্রত’ শিক্ষামন্ত্রী

মিরর ডেস্ক : ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও অনুসারীরা বিবাহবার্ষিকীর অভিনন্দন ও শুভেচ্ছা জানানোয় ‘বিব্রতবোধ’ করছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার (২৬ জুন) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা উল্লেখ করেন। ওই পোস্টে তিনি ‘শুভেচ্ছা-অভিনন্দনের প্রকাশ্য ঘোষণা থেকে বিরত’ থাকার আহ্বান জানান।

ফেসবুকে দেওয়া পোস্টে মহিবুল হাসান চৌধুরী লেখেন, বিবাহবার্ষিকী, সন্তানদের এবং নিজের জন্মদিন, এগুলো একান্তই ব্যক্তিগত বিষয়। সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিবাহবার্ষিকী নিয়ে অভিনন্দন ও শুভেচ্ছার প্রচার সম্পর্কে আমার ব্যক্তিগত অনুভূতি হলো- এটি দৃষ্টিকটু এবং আমার জন্য অত্যন্ত বিব্রতকর।

তিনি আরও লিখেছেন, বিনয়ের সঙ্গে আমার অনুরোধ- বিবাহবার্ষিকী, সন্তানদের জন্মবার্ষিকীর মতো ব্যক্তিগত বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা-অভিনন্দনের প্রকাশ্য ঘোষণা থেকে শুভাকাঙ্ক্ষীরা যেন বিরত থাকেন।

শিক্ষামন্ত্রী এ পোস্ট দেওয়ার পর মাত্র ১০ মিনিটে সাড়ে তিন হাজার ব্যবহারকারী রিয়্যাক্ট করেছেন। কমেন্ট করে নিজেদের মতামত জানিয়েছেন পাঁচ শতাধিক ফেসবুক ব্যবহারকারী।

তাদের অধিকাংশই মহিবুল হাসান চৌধুরীর পোস্টের প্রশংসা করেছেন। কানিজ ফাতেমা নামে একজন মন্তব্য করেছেন, ‘খুব সুন্দর ব্যক্তিত্বসম্পন্ন অনুরোধ। শিক্ষামন্ত্রীর অনুভূতি জানতে পেরে ভালো লাগছে।’

চলতি বছরের ১১ জানুয়ারি পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর তিনি সবার প্রতি অনুরোধ করেন, কেউ যেন ফুল কিনে নিয়ে অভিনন্দন জানাতে না আসেন। তার এ ঘোষণা সেসময় প্রশংসিত হয়।

⠀শেয়ার করুন

⠀চলমান

loader-image
Dinājpur, BD
সেপ্টে ১২, ২০২৪
temperature icon 29°C
overcast clouds
Humidity 75 %
Pressure 1003 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 93%
Visibility Visibility: 0 km
Sunrise Sunrise: 05:50
Sunset Sunset: 18:13

⠀আরও দেখুন

Scroll to Top