মিরর ডেস্ক : চলছে শীতকাল। সেইসঙ্গে পিঠে-পুলি বিয়ের উৎসবও শুরু। কিন্তু এত কিছুর ভিড়ে ত্বকের শুষ্কতাকে কোনভাবেই উপেক্ষা করা যায় না। ক্রিম, লোশন, লিপজেলের কৌটা মেখে মেখে ফুরিয়ে ফেললেও আধ ঘণ্টা যেতে না যেতেই টান ধরে ত্বকে। তাই এই সময়টাতে ত্বকের রুক্ষতায় অনেকেই বিষণ্ণ হয়ে ওঠেন। তবে জানেন কি, এই সমস্যার সমাধান হতে পারে একটি ফল? জানতে ইচ্ছে করছে তো কোন সেই জাদুকরী ফল? চলুন জেনে নেই:
এই শীতে ত্বকের শুষ্কতায় সমাধান হতে পারে অ্যাভোক্যাডো। অবাক হয়ে গেলেন তো? চলুন জেনে নেই এই ফল কীভাবে আপনার ত্বকের যত্ন নেয়।
১। ত্বক উজ্জ্বল ও মোলায়েম সুন্দর রাখতে হলে প্রয়োজন আর্দ্রতা। যেটি শীতকালে ধরে রাখা ভীষণই কঠিন। আর কঠিন কাজটিই সহজ করে দেয় অ্যাভোক্যাডো। এতে থাকা ফ্যাট ত্বকে মাখবার পরপরই ত্বককে করে তোলে আর্দ্র এবং কোমল।
২। শীতকালে পরিবেশে দূষণের মাত্র অতিরিক্ত বেড়ে যায়। এর প্রভাবে ত্বকে দ্রুত বয়সের ছাপ পরে যায়। এ সমস্যার সমাধানও হতে পারে অ্যাভোক্যাডো। এতে থাকা ভিটামিন সি, ভিটামিন ই এবং গুরুত্বপূর্ণ অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকে পুষ্টি জুগিয়ে বলিরেখা পড়তে দেওয়া না ত্বকে।
৩। মহামারীর প্রভাব বা দূষণ আমাদের জীবনযাপনে এসেছে পরিবর্তন। সেই পরিবর্তন ত্বকেও ফেলছে প্রভাব। দীর্ঘক্ষণ মাস্ক পরার ফলশ্রুতিতে ত্বকে ব্রণ সহ নানা সমস্যা বেড়ে গিয়েছে অনেকেরই। এ সমস্যা কমাতেও অ্যাভোক্যাডোর জুড়ি নেই। অ্যাভোক্যাডো ব্লেন্ড করে নিয়ে মুখে মাখলে এই সমস্যা মিলবে আরাম।