১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

সমাজের অসংগতি দূরীকরণে তরুণদের বিকল্প নেই: মির্জা ফখরুল

মিরর ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মই পারে সব বৈষম্য দূর করতে। সব স্তরে বৈপ্লবিক পরিবর্তন আনতে। এ ছাড়া সমাজের সব অসংগতি দূরীকরণে তরুণদের বিকল্প নেই।

শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি রিসোর্টে ঢাকা কলেজের রি-ইউনিয়নে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, তরুণ প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত। তারা অনেক বেশি জানে। কিন্তু এই জানাটার কখনও শেষ নাই। এ জন্য তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তাদের সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর বাংলাদেশের চিত্র পাল্টে যাবে।

১৯৬৩-৬৫ ব্যাচে ঢাকা কলেজে পড়াশোনা করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল।

এসময় তিনি বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থী হিসেবে গর্ববোধ করি। আমি এই কলেজের শিক্ষকও ছিলাম। মূলত এ কলেজ থেকেই আমার রাজনীতি শেখা। সে সময়ের যে অভিজ্ঞতা, সেটা আমার জন্য বিরাট পাথেয় হয়েছে। ফ্যাসিস্টকে দূর করতে ছাত্র-জনতার অভ্যুত্থান করতে হয়েছে। সেখানে অনেক রক্তপাত হয়েছে। আমরা যেন হিংসা, বিভেদ ভুলে সবাই মিলে নতুন একটা বাংলাদেশ গড়তে পারি। আমরা অনেক দূর এগিয়েছি, আমাদের অনেক দূর যেতে হবে। এ জন্য মেধাবীদের নেতৃত্ব দিতে হবে। মেধাবী তরুণদের নেতৃত্ব দেওয়ার সময় এসেছে।

অনুষ্ঠানে ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজক কমিটির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংবাদিক শফিক রেহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ কলেজটির প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

ঢাকা কলেজ গ্র্যান্ড রিইউনিয়ন-২০২৫–কে কেন্দ্র করে রিসোর্টটি মিলনমেলায় রূপ নেয়। দিনব্যাপী খাওয়াদাওয়া, আনন্দ-ফুর্তি ছাড়াও কনসার্টে সংগীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পীরা।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ১৪, ২০২৫
temperature icon 17°C
clear sky
Humidity 34 %
Pressure 1014 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 6 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:41
Sunset Sunset: 17:58

⠀আরও দেখুন

Scroll to Top