ঢাকা : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মানবজাতির ইতিহাসে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্বের মধ্যে লেনিন ছিলেন অন্যতম। তিনি মানুষের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছেন। তার বিপ্লবী মতাদর্শ ও বিপ্লবী রাজনৈতিক তৎপরতার প্রভাব হয়েছে সুদুরপ্রসারী ও বিশ্বব্যাপী। লেনিন ছিলেন অসাধারণ সৃজনশীল বাস্তববাদী বিপ্লবী।
রবিবার (২১ জানুয়ারি) সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে রুশ বিপ্লব ও আন্তর্জাতিক শ্রমিক নেতা লেনিনের মৃত্যু শতবর্ষে ‘লেনিন পরবর্তী একশ বছর ও রাষ্ট্র-বিপ্লবের প্রশ্ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেনে।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই দুই মিনিট নীরবে দাঁড়িয়ে লেনিনের বিপ্লবী স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।