১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

মন্ত্রী-এমপিরা কার ইঙ্গিতে পালালো, তাদের শ্বেতপত্র প্রকাশ করুন

ঢাকা : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা কোন পথ দিয়ে, কার ইঙ্গিতে দেশ থেকে পালিয়েছে, তাদের শ্বেতপত্র প্রকাশ করুন।

মঙ্গলবার (৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ূথ ফোরামের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘ড. ইউনূস সরকারকে ব্যর্থ করতে পরাজিত শক্তির ষড়যন্ত্র ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং হাসিনার নিয়োগপ্রাপ্ত সচিবসহ প্রশাসনের সর্বস্তরের ক্যাডারদের বহিষ্কারের দাবিতে এ সমাবেশ করা হয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘রাষ্ট্রপতিসহ সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতাত্মাদের সঙ্গে যোগাযোগ রাখছেন শেখ হাসিনা। সচিবালয়ে যখন শেখ হাসিনার প্রেতাত্মারা বসে থাকে, তখন সাঈদ-মুগ্ধর কথা ভেবে চোখে পানি চলে আসে। শেখ হাসিনার প্রেতাত্মাদের ষড়যন্ত্রের গন্ধ এখনও আমাদের নাকে আছে। এই ষড়যন্ত্র থেকে আপনাদের (অন্তর্বর্তী সরকার) বের হতে হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার কতোজন লোককে গ্রেফতার করেছেন? বিদেশে বসে খুনিরা দেশের বিরুদ্ধে কথা বলছে, জনগণের চাওয়া, তাদের দেশে এনে বিচার করুন। ৪৬০ থানার ওসিকে আইনের আওতায় আনুন। তারা বলতে পারবে, কোথায় আছে ছাত্রলীগ-যুবলীগের অবৈধ অস্ত্র।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই। আমাদের ওপর ভরসা রাখবেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এই বিপ্লবী সরকারকে টিকিয়ে রাখতে হবে। আপনারা ১৮ কোটি মানুষের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন। সেই নির্বাচন বিশ্বে ইতিহাস হয়ে থাকবে।’ এ সময় ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙার আহ্বানও জানান তিনি।

সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন– জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও বাংলাদেশ পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীরসরফত আলী সফু, ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা নেছারুল হক, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
নভে ১৪, ২০২৪
temperature icon 26°C
clear sky
Humidity 57 %
Pressure 1016 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 4 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:22
Sunset Sunset: 17:17

⠀আরও দেখুন

Scroll to Top