মিরর ডেস্ক : দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। তিনি বলেছেন, আগামীতে মধ্যবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। জনগণ ভোট দিতে পারলেই মধ্যবর্তী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে।
আব্দুস সালাম বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, সবদিকেই সরকার মানুষের অভিযোগের মধ্যে রয়েছে। আগামীতে নির্বাচন হবে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় আসবে।
আব্দুস সালাম বলেন, গত ২০১৮ সালের নির্বাচনে জনগণকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। আমি এই ঢাকা-১৩ আসন থেকে নির্বাচন করেছিলাম। সেই নির্বাচনে জনগণকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। তারপরও যতটুকু নির্বাচন হয়েছিল সে ভোটেও আমি জয় লাভ করেছিলাম। কিন্তু পাতানো উপায়ে নিজেদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছিল আওয়ামী লীগ।