১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

পরাজিত হয়ে ইনু বললেন, ভোটে কারচুপি হয়েছে

কুষ্টিয়া : কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ১৪ দলীয় জোট মনোনীত নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘সারা দেশেই একটা বিরূপ পরিস্থিতির মধ্যেই সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় নির্বাচন অনুষ্ঠিত হলেও শেষ পর্যন্ত জনগণের সাড়া পাওয়া গেছে। সেদিক থেকে মনে হয় নির্বাচনী কাজটা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। তবে কুষ্টিয়া-২ আসনে যেভাবে নির্বাচন হলো সেখানে আমি মনে করি পরিকল্পিতভাবে ভোট কারচুপি হয়েছে। এখানে প্রশাসনের রহস্যজনক নিরবতা ও নিষ্ক্রিয়তায় আমি ক্ষতিগ্রস্ত এবং পরাজিত হয়েছি।’

তিনি বলেন, ‘এলাকায় সবাই জানেন কালো টাকার ছড়াছড়ি, মাস্তানি, পেশিশক্তির প্রভাব থাকলেও প্রশাসনের নিরবতার কারণেই আমি পরাজিত হয়েছি। আমার নির্বাচনী এলাকায় আমি আবারও বলবো প্রশাসনের পরিকল্পিত নিষ্ক্রিয়তায়া আমার পরাজয় নিশ্চিত করতে ভূমিকা রেখেছে।’

আজ সোমবার (৮ জানুয়ারি) বেলা ১২টায় ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের নিজ বাড়িতে দেশ রূপান্তরকে হাসানুল হক ইনু এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘কেবল নির্বাচন শেষ হলো, এ মুহুর্তে রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আমরা ভাবিনি, এ মুহুর্তে দল বসবে, তারপর পরবর্তী রাজনৈতিক পরিকল্পনা আমরা গ্রহণ করবো। তবে ১৪ দলীয় জোটের যে নির্বাচনী বিজয় এবং তার ভিত্তিতে জোট নেত্রী শেখ হাসিনা নতুনভাবে সরকার গঠন করবেন। সেটা রাজনৈতিক ধারাবাহিকতার জন্যে একটা গুরুত্বপূর্ণ সাফল্য। আমি সেটাকে স্বাগত জানাচ্ছি।’

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ডিসে ১১, ২০২৪
temperature icon 16°C
few clouds
Humidity 45 %
Pressure 1015 mb
Wind 2 mph
Wind Gust Wind Gust: 2 mph
Clouds Clouds: 12%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:41
Sunset Sunset: 17:15

⠀আরও দেখুন

Scroll to Top