২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Mirror Times BD

নির্বাচন প্রতিহত নয়, পরিহারের কথা বলেছে বিএনপি: মঈন খান

মিরর ডেস্ক : বিএনপি কখনো নির্বাচন প্রতিহতের কথা বলেনি, বলেছে পরিহারের কথা—এমন অভিমত ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর গুলশানে লিফলেট বিতরণকালে তিনি সাংবাদিকদের কাছে এ কথা জানান।

মঈন খান বলেন, ‌‘কেউ কেউ বলছে যে, আমরা নাকি নির্বাচন প্রতিহত করব। এটা সম্পূর্ণ ভুল কথা। বিএনপি কোনো দিন বলে না যে, তারা নির্বাচন প্রতিহত করবে। বিএনপি বলেছে—এটা কোনো নির্বাচন নয়, এটা নির্বাচনের তামাশা। আমরা এই নির্বাচনকে পরিহার করছি।’

তিনি আরও বলেন, সরকার বিএনপির নামে নানা মিথ্যাচার ছড়াচ্ছে। এই সরকার ভিন্ন মত সহ্য করতে পারে না। এ জন্যই তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায়।

বিএনপিসহ বিরোধীদের চলমান আন্দোলন প্রসঙ্গে মঈন খান বলেন, ‘আমরা ভোটের অধিকার দেশের মানুষের কাছে ফিরিয়ে দেব। শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা জনদাবি নিয়ে জনগণের সঙ্গে আছি। যতক্ষণ না দাবি আদায় হচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে।’

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
এপ্রি ২৪, ২০২৫
temperature icon 29°C
clear sky
Humidity 14 %
Pressure 1001 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 4 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 05:34
Sunset Sunset: 18:32

⠀আরও দেখুন

Scroll to Top