১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

নির্বাচনে ২০০ আসন পেলেও জাতীয় সরকার করবে বিএনপি

যশোর : আগামী নির্বাচনে ২০০ আসন পেলেও বিএনপি জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিএনপি ২০০ সিট পেলেও এককভাবে ক্ষমতায় যাবে না, জাতীয় সরকার গঠন করা হবে। এরপর ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করা হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার না করলে তারা আবার ছুড়ে ফেলে দেবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ‘খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্থানীয় একটি হোটেলের কনফারেন্স কক্ষে বেলা ১২টায় এ সভা অনুষ্ঠিত হয়।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে পরিবর্তন হয়েছে। এটা যদি আমরা না বুঝি, ধারণ করতে না পারি; আমাদের কোনো ভবিষ্যৎ হবে না। রাজনীতিক ও রাজনৈতিক দলের কোনো ভবিষ্যৎ থাকবে না।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ পুরনো বাংলাদেশের মতো চলবে না। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই তারেক রহমানের নেতৃত্বে আমরা এটি পরিপূর্ণভাবে ধারণ করে দেশ পরিচালনা দায়িত্ব নিতে যাব।
তিনি বলেন, নতুন বাংলাদেশ বললে হবে না, রূপান্তরমূলক যদি পরিবর্তন না হয়, এই যে গর্তের মধ্যে আমরা পড়েছি এখান থেকে বের হওয়ার সুযোগ নাই।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ১৩, ২০২৫
temperature icon 15°C
clear sky
Humidity 50 %
Pressure 1012 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:42
Sunset Sunset: 17:57

⠀আরও দেখুন

Scroll to Top