মিরর বিনোদন : চিত্রনায়ক ফেরদৌস সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আজ বুধবার সংসদ ভবনে তিনি শপথ নিয়েছেন। এই সময় তরুণ সংসদ সদস্যদের এক সারিতে দেখা যায়। জুনায়েদ আহমেদ পলকের সেলফিতে উঠের আসেন, ফেরদৌস, মাশরাফি, শেখ তন্ময়, এ আরাফাতসহ অনেকেই।
প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছেন চিত্র নায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে নৌকা প্রতীক নিয়ে তিনি বিজয়ী হয়েছেন।
রূপালি জগতের পর্দায় আড়াই দশক কাটিয়ে দেওয়া চিত্রনায়ক ফেরদৌস আহমেদ প্রথমবারের মতো আইনসভার প্রতিনিধি হয়ে জানিয়েছেন, তার পরিবার এখন আর মাত্র চার/পাঁচ জনের নয়; নির্বাচিত আসনের ২০ লাখ মানুষকে নিজের পরিবারের মানুষ বলে মনে করছেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়েছেন বাংলাদেশ-কলকাতার এই ব্যস্ত নায়ক। কয়েক বছর ধরেই রাজনীতির মাঠে তার দেখা মিলছিল। এবারে সংসদ নির্বাচনের মাধ্যমে সেই বিচরণকে স্থায়ী রূপ দিলেন ফেরদৌস।