২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
Mirror Times BD

রং মাখানোর সুযোগে অশ্লীল স্পর্শ, মামলা দায়ের অভিনেত্রীর

মিরর বিনোদন : দোলের পার্টিতে রং মাখানোর সুযোগে অশ্লীল স্পর্শ করেছেন অভিনেতা, বিষয়টি নিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছেন মুম্বাইয়ের এক অভিনেত্রী। স্থানীয় থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিনেত্রীর অভিযোগের পর সহ-অভিনেতার বিরুদ্ধে ভারতীয় আইন অনুযায়ী একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনায় সেই অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

বছর উনত্রিশের ওই অভিনেত্রী বর্তমানে মুম্বাইয়ে একাধিক সিরিয়ালে কাজ করেন। সম্প্রতি একটি বিনোদন চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে তার নাম পরিচয় গোপন রেখেছে ভারতীয় গণমাধ্যম।

গত শুক্রবার হোলি পার্টিতে অংশ নেন তিনি। সেখানে আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ছিলেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বছর তিরিশের ওই অভিনেতা মদ্যপ অবস্থায় হোলি পার্টিতে আসেন। রং মাখানোর বাহানায় অভিনেত্রেীর সঙ্গে দুর্ব্যবহার করেন। যে কারণে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অভিনেত্রী। বাধ্য হয়ে হোলি পার্টিতে থাকা ফুচকার স্টলের পেছনে লুকিয়ে থাকেন তিনি।

অভিনেত্রীর দাবি, সেখানেও পৌঁছে যান সেই সহ-অভিনেতা। তাকে জাপটে ধরে অশ্লীলভাবে রং মাখান তিনি। প্রতিবাদ করলে ওই সহ অভিনেতা বলেন, “আমি তোমাকে ভালোবাসি। আমি দেখবে তোমাকে পেতে কে বাধা দেয়।”

এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত অভিনেত্রী। বাধ্য হয়ে হোলি পার্টি ছেড়ে পাশে থাকা রেস্টরুমে চলে যান তিনি। সেখানে গিয়ে ফোনে এক বন্ধুকে ডেকে পাঠান। ওই বন্ধু তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন। তাঁর সঙ্গে অভিযুক্তের উত্তপ্ত তর্ক হয়। যা একটা সময় হাতাহাতি পর্যন্ত চলে যায়।

এরপরই ওই অভিনেত্রী বন্ধুর সঙ্গে থানায় যান। গোটা ঘটনা পুলিশকে জানান। সহ অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর ভারতীয় আইনের ৭৫ (১)(আই) ধারা অনুযায়ী মামলা দায়ের হয়। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ। অভিনেতাকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
এপ্রি ২০, ২০২৫
temperature icon 26°C
broken clouds
Humidity 67 %
Pressure 1005 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 9 mph
Clouds Clouds: 55%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 05:38
Sunset Sunset: 18:30

⠀আরও দেখুন

Scroll to Top