১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

মায়ের চেয়ে বড় আশ্রয় নেই, বড় পৃথিবী নেই …

মিরর বিনোদন : শৈশব থেকে আনন্দ-বেদনা-ভয় কিংবা উদ্দীপনা প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা নামের ওই মমতাময়ী নারীর আঁচল। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় পালিত হয় বিশ্ব মা দিবস।

আসলে মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না। প্রতিটি মায়েরই সন্তানের ভালোবাসা প্রাপ্য প্রতিদিনই। তবুও নয় মাস দশ দিন গর্ভে ধারণ করে যে মা সন্তানকে পৃথিবীর আলো দেখান, নিজের সব স্বাদ-আহ্লাদ সন্তানের নামে করে দেন যে মা, তার সম্মানে আলাদা করে একটু ভালোবাসা জানাতেই এই দিনটি পালন করা হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও তাদের মায়েদেরকে স্মরণ করেন এবং সোশ্যালে নিজেদের অনুভূতি শেয়ার করেন।

মা দিবসে মায়ের সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে চঞ্চল লিখেছেন, ‘মা, এর চেয়ে বড় আশ্রয় নেই। এর চেয়ে বড় পৃথিবী নেই…। সকল মা আমাদের প্রার্থনায় থাকুক।

বিদ্যা সিনহা মিম মা দিবসে নিজের মায়ের সঙ্গে সোশ্যালে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘মা দিবসে আমার মা রত্নগর্ভা পুরস্কার পাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার মায়ের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাপশনে লিখেন, ‘দ্য হার্ট অব আওয়ার ফ্যামিলি। শুভ মা দিবস মাম্মা।’

মায়ের সঙ্গে কিছু ছবি সোশ্যালে শেয়ার করেন নাজিয়া হক অর্ষা। মাকে যোদ্ধা দাবি করে অভিনেত্রী লিখেন, ‘শরীরটা ভালো থাকে না তোমার আর সময়ের সাথে সাথে আমরা সবাই ব্যস্ত হয়ে যাচ্ছি। ইদানিং একাই থাকা হচ্ছে তোমার। তোমার মতো শক্তি খুব কম মানুষের মধ্যে দেখেছি। কত কি যে করা বাকি আছে তোমার জন্য মা, বেঁচে থাকো আরও বহু বছর। আমাদের শক্তি হয়ে থাকো অনেক বছর। হ্যাপি মাদার্স ডে মাই ফাইটার।’

এক ভিডিও বার্তায় মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে সাবিলা নূর বলেন, ‘আমার জীবনে সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস আমার মা। গান, নাচ, আর্ট পড়ালেখাসহ ভালো মানুষ হওয়ার জন্য আমার মা আমাকে অনুপ্রেরণা দিয়েছে এবং এখনও দিচ্ছে। পৃথিবীর সকল মায়েদের জানাই বিশ্ব মা দিবসে শুভেচ্ছা।’

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট বাবা-মায়ের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘মা দিবসের শুভেচ্ছা জানাই আমার আম্মুকে। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। তোমাদের দুজনকে একসাথে সবচেয়ে বেশি ভালো লাগছে।’

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ডিসে ১২, ২০২৪
temperature icon 23°C
clear sky
Humidity 36 %
Pressure 1013 mb
Wind 6 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 2%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:42
Sunset Sunset: 17:16

⠀আরও দেখুন

Scroll to Top