মিরর বিনোদন : ভারতের দক্ষিণী মারাঠি চলচ্চিত্র জগতে একের পর এক দুঃসংবাদ। মালয়ালম অভিনেত্রী বেবি গিরিজা, সিনিয়র সাউন্ড রেকর্ডিস্ট এএন ঠাকুর এবং তেলুগু অভিনেত্রী পবিত্রা জয়রামের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে।
এরই মাঝে আরেক মারাঠি অভিনেতা সতীশ জোশী মঞ্চে অভিনয় করার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। রবিবার (১২ মে) গুরগাঁওয়ের ব্রাহ্মণসভায় মঞ্চে অভিনয় করার সময় অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
তার মৃত্যুর সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতার আকস্মিক মৃত্যুতে সকলেই শোকাহত। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে ভক্তদের অনেকে শোক প্রকাশ করছেন।
অভিনেতার বন্ধু রাজেশ দেশপাণ্ডে ফেসবুকে শোকবার্তা জানিয়ে লিখেছেন, ‘আমার সিনিয়র, বন্ধু এবং অভিনেতা সতীশ জোশী মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। শেষ নিশ্বাস নেওয়ার আগ পর্যন্ত তিনি পারফর্ম করে গিয়েছেন।’
সতীশ মারাঠি চলচ্চিত্র জগতের একজন অভিজ্ঞ শিল্পী, যার অভিনয় দিয়ে তিনি সকলকে মুগ্ধ করেছেন। বড় পর্দা এবং থিয়েটারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তার কাজ দিয়ে তিনি মানুষের মন যেমন জয় করেছেন। ‘ভাগ্যলক্ষ্মী’ ছবিতে তার অভিনয় সমালোচকদের কাছে প্রবল প্রশংসিত হয়েছিল।