মিরর বিনোদন : ঢালিউডের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। সদ্য বিয়ে করেছেন তিনি। পাত্র অভিনেতা মোস্তাফিজ নূর ইমরান। তিনিও একজন জনপ্রিয় অভিনেতা। তিনি অভিনয় করেছেন গেরিলা, অল্প অল্প প্রেমের গল্প, গাড়িওয়ালা, জাহানসহ অনেকগুলো সিনেমায়। একই সঙ্গে ওয়েব সিরিজে তিনি একজন পরিচিত মুখ।
রবিবার (১৪ জানুয়ারি) সকালে নিজের ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন অর্ষা৷ একেবারে গ্রামের সুনসান প্রকৃতির মাঝে শুধু নতুন বর-কনে! পোশাকেও অত্যন্ত সাদাসিধে অর্ষা-ইমরান!
ছবিগুলো দিয়ে অর্ষা লিখেছেন, প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা! সেই সঙ্গে জানিয়েছেন, অফিশিয়ালি বিয়ে করার কথাও!
এমন পোস্টের পর রীতিমত শুভচ্ছার বন্যায় ভাসছেন অর্ষা-ইমরান৷ সাধারণ ভক্ত অনুরাগীতো বটেই, নাটক ও সিনেমার তারকারাও তাদের বিয়ের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন।
চরকির চলচ্চিত্র ‘সাহস’-এ এই জুটিকে দেখা গিয়েছিলো স্বামী-স্ত্রীর চরিত্রে৷ প্রশংসিত সেই সিনেমার পর চরকির শর্টফিল্ম জাহানেও স্বামী-স্ত্রীর চরিত্র রূপদান করেছিলন এই দুই তারকা! এবার বাস্তব জীবনেই স্বামী-স্ত্রী হওয়ার খবর দিলেন অর্ষা!