মিরর বিনোদন : ভারতীয় সিনেমার কিংবদন্তী তারকা মিঠুন চক্রবর্তী। টলিউড থেকে বলিউড, মিঠুন রাজ করেছেন দুই ইন্ডাস্ট্রিতেই। ব্যক্তিজীবনে একাধিক নায়িকার সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তবে প্রতিবারই প্রেম, বিচ্ছেদ নিয়ে নীরব থেকেছেন এই তারকা।
ওই সাক্ষাৎকারের পর এবার পুরোনো প্রেম-বিচ্ছেদ নিয়ে কথা বললেন মিঠুন। রিয়েলিটি শো ‘সারেগামাপা’-তে মিঠুন জানান, তিনিও কারো প্রেমে পড়েছিলেন। কিন্তু তার সেই প্রেমিকা তাকে ছেড়ে চলে গিয়েছিল। এরপরই বড় তারকা বনে যান তিনি।
সেই প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের দীর্ঘদিন পর বিমানে দেখা হয়েছিল মিঠুনের। তখন তিনি বড় স্টার। অভিনেতার ভাষায়, আমি একবার বিমানে করে কোথাও যাচ্ছিলাম। সেই মেয়েটিও ওখানে ছিল। লজ্জায় আমার দিকে সে আর তাকায়নি। তখন আমি নিজে উঠে গিয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম, সে কেন আমার দিকে তাকাচ্ছে না? লজ্জায় অস্বস্তিতে কোনো কথা বলছিল না সে। মুখ ঘুরিয়ে রেখেছিল। আমি ওকে স্বাভাবিক করার জন্য বলেছিলাম, ‘তখন তুমি যা করেছিলে একদম ঠিক করেছিলে।’
মিঠুনের এ কথা শুনে মেয়েটি কিছুটা আশ্বস্ত হয়েছিলেন। এরপর মেয়েটি বলেছিলেন, ‘আমার মনে হয়, আমি ভুল করেছি। তখন আমার ওটা করা উচিত হয়নি।’ উত্তরে মিঠুন বলেছিলেন, ‘তুমি এসব না করলে হয়তো এত বড় তারকাও তৈরি হতো না।’
এদিকে, ওই অনুষ্ঠানে সেই প্রেমিকার নাম প্রকাশ করেননি মিঠুন। তবে ভক্তরা ধারণা করছেন, সেটা হয়তো অভিনেত্রী মমতা শঙ্কর। যার সঙ্গে অভিনেতার বিয়ে হওয়ার কথা ছিল।