মিরর বিনোদন : নতুন বছরে বড় চমক নিয়ে আসছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর নতুন ছবিতে ভক্তদের জন্য বড় চমক রেখেছেন বলে খবর বলিউড সূত্রের।
সূত্রের খবর, সঞ্জয় লীলা বানসালির নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুন। এই ছবিতে প্রথমে কাজ করার কথা ছিল বানসালির সবচেয়ে প্রিয় অভিনেতা রণবীর সিংয়ের। কিন্তু সেই ছবিতে নাকি রণবীরকে সরিয়ে আল্লু অর্জুনকে কাস্ট করছেন বানসালি।
সূত্রের খবর বলছে, বানসালি এক মেগনাম ওপাসের চিত্রনাট্য লিখে ফেলেছেন। এ ছবিতে দেখা যেতে পারে প্যান ইন্ডিয়ার অভিনেতাদের। অর্থাৎ তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম, গুজরাটি, মারাঠি ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকাদের নিয়ে এ ছবি করবেন বানসালি। শোনা যাচ্ছে, টলিউড থেকেও থাকতে পারেন বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। তবে এ নিয়ে সঞ্জয় লীলা এখনো মুখ খোলেননি।