১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

দেব-রুক্মিণীর সম্পর্কে চিড়!

মিরর বিনোদন : পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মিণী মৈত্রের প্রেম-ভালোবাসার কথা সবারই জানা। তবে হঠাৎ কি হলো দেব-রুক্মিণীর। আর কেনই বা ভালোবাসার মানুষকে আনফলো করলেন রুক্মিণী। এদিকে বলিউড ও টালিউডের মধ্যে ছবি আদান-প্রদান চলে। ছবির গল্প থেকে ছবি হিটের ফর্মুলা এটি। এবার চর্চা শুরু টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রের মান-অভিমান নিয়ে।

জানা গেছে, দেবকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন রুক্মিণী। এরপর থেকেই মন খারাপ তাদের ভক্তদের‌। তবে টালিউডের অনেকেই দাবি করছেন, দেব-রুক্মিণীর এই বিচ্ছেদও নাকি সুপরিকল্পিত।

এদিকে ঘটনার সূত্রপাত একটি ভিডিও থেকে। খাদান এর প্রচারে বেরিয়েছিলেন দেব, ইধিকা পাল, যিশু সেনগুপ্তসহ সিনেমার পুরো টিম। আর সেখানেই নাকি দেব রসিকতা করে ক্যামেরার সামনে জানান, তিনি সিঙ্গেল। এই ভিডিও থেকেই শুরু দেব-রুক্মিণীর মনোমালিন্য।

মূলত এরপরেই আচমকা দেবকে আনফলো করেন রুক্মিণী। অথচ ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন দুজনেই। সেখানে মুখ্যমন্ত্রী মমতার সৌজন্যে রুক্মিণীর দেওয়া উত্তরীয় দেবের গলায় পৌঁছেছে।

সত্যিকারের মান-অভিমান থাকলে এই ঘটনায় অস্বস্তিতে পড়ার কথা দেব-রুক্মিণীর। কিন্তু সে দিন কোনো অস্বস্তি বা বিস্ময় তো ছিলই না বরং হাসিমুখেই উপভোগ করেন অনুষ্ঠানটি।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
জানু ১৩, ২০২৫
temperature icon 20°C
clear sky
Humidity 41 %
Pressure 1014 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:53
Sunset Sunset: 17:34

⠀আরও দেখুন

Scroll to Top