মিরর বিনোদন : কালজয়ী ‘মনপুরা’ থেকে ‘স্বপ্নজাল’ কিংবা ‘গুণিন’, গিয়াসউদ্দিন সেলিমের ছবিতে ভালোবাসাই উঠে এসেছে মুখ্য বিষয়বস্তু হিসেবে। তার ছবিতে নায়িকা হয়ে মুগ্ধতা ছড়িয়েছেন ফারহানা মিলি, পরীমণিরা। সাম্প্রতিক সময়ে তিনি নবাগতা মন্দিরাকে নিয়ে বানিয়েছেন ‘কাজল রেখা’। যে ছবিটি আছে মুক্তির অপেক্ষায়।
এরই মধ্যে নতুন আরেকটি ছবির কাজে যুক্ত হলেন সেলিম। নাম ‘গাঁইয়া’। আর এ ছবির নায়িকা হিসেবে বেছে নিয়েছেন প্রার্থনা ফারদিন দীঘিকে। যিনি একসময় শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয় ছিলেন। তবে এখন প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবেই কাজ করেন।
দীঘি জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি গিয়াসউদ্দিন সেলিমের কাজের ভক্ত। স্বপ্ন ছিল এক দিন তার নির্দেশনায় কাজ করবেন। সেই সুবাদে কিছু দিন আগে অনুরোধও জানান। যেটা পূরণ হতে এক মাসও বিলম্ব হয়নি।
ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য ছবিটি।
উল্লেখ্য, এর আগে দীঘিকে দেখা গেছে বহুল আলোচিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বায়োপিকে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কিশোরী বেলার চরিত্রে অভিনয় করেছেন।