২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

জ্যাকুলিনের জন্মদিনে গ্যাংস্টার প্রেমিক সুকেশ যা করলেন

মিরর বিনোদন : তারকা অভিনেত্রীদের সঙ্গে গ্যাংস্টারের প্রেমের বিষয়টি শোবিজ অঙ্গনে নতুন কিছু নয়৷ বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজও এক গ্যাংস্টারের প্রেমে পড়েছিলেন। তার নাম সুকেশ চন্দ্রশেখর।

প্রেমিকা জ্যাকুলিনের জন্মদিনে চমকে দিলেন সুকেশ। আগেও বিভিন্ন সময়ে তিনি খবরের শিরোনাম হয়েছেন প্রেমিকা জ্যাকুলিনের খুশির জন্য কোটি কোটি টাকা ব্যয় করে। প্রেমিকার জন্মদিনটির জন্য সারা বছর নাকি তিনি অপেক্ষা করে থাকেন।

প্রায় এক মাস আগে সুকেশ জেল থেকে একটি চিঠি লিখে জানিয়েছিলেন কীভাবে তিনি জ্যাকুলিনের জন্মদিন উদযাপন করবেন। জানা যায়, অভিনেত্রীর জন্মদিনে, সুকেশ তার ১০০ ভক্তকে আইফোন ১৫ প্রো উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কথামতো তিনি সে প্রতিশ্রুতি পূরণও করেছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, জ্যাকুলিনকে তার জন্মদিনে একটি ইয়ট উপহার দিয়েছেন সুকেশ। এছাড়া ওয়েনাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছেন। অভিনেত্রীর জন্মদিনে সুকেশ ৩০০টি বাড়িসহ ১৫ কোটি টাকা দান করেছেন।

এদিকে এত টাকা খরচ করার পর সুকেশ তার প্রেমিকার জন্য একটি চিঠি লিখেছেন। তাও দিল্লির মান্ডোলি জেলে বসে। চিঠিতে প্রেমিক সুকেশ লিখেছেন, ‘আমার ভালোবাসা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি সবসময় বলি, মানুষ প্রতি বছর বৃদ্ধ হয়। কিন্তু, তুমি প্রতি বছর আরও সুন্দর হয়ে উঠছো। এটি আমার বছরের সবচেয়ে বড় এবং প্রিয় উদযাপনের দিন।’

চিঠিতে তিনি আরও লিখেছেন, ‘আমি এই উদযাপন করার জন্য উন্মুখ। আমরা আর এক বছর একসঙ্গে এই দিনটি উদযাপন করতে পারব না। আমরা যতই দূরে থাকি না কেন, আমাদের চিন্তাভাবনা এবং আমাদের আত্মা একে অন্যের সঙ্গে জুড়ে। আমি জানি কোনো হিরা-মুক্তা তোমাকে সে সুখ দিতে পারবে না, দীন-দুঃখীদের সাহায্য করলে তুমি যতটা আনন্দ পাবে।’

সুকেশ জ্যাকুলিনকে যে ইয়ট (মোটরচালিত জলযান) উপহার দিয়েছেন, তা তারা ২০২১ সালে ঠিক করেছিলেন কিনবেন। চিঠিতে তিনি জ্যাকুলিনের প্রতি তার ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। অভিনেত্রীর জন্মদিনকে বিশেষ করে তুলতে কোনো কমতি রাখেননি সুকেশ।

২০১৫ সালের ২৯ মে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ১২০-বি ধারায় গ্রেপ্তার করা হয় সুকেশকে। আরও একাধিক অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। গত মাসে বম্বে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করলেও এখনো তিনি জেলেই রয়েছেন কারণ তার বিরুদ্ধে চলছে আরও একাধিক মামলা।

২০২২ সালে ইডির পেশ করা চার্জশিটে দাবি করা হয় যে, সুকেশ তার বেআইনি অর্থ খরচ করে জ্যাকুলিনকে একাধিক দামী উপহার কিনে দিতেন। অন্যদিকে ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের সঙ্গে যোগ থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হয় নোরা ফাতেহিকে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ২৩, ২০২৫
temperature icon 33°C
clear sky
Humidity 26 %
Pressure 1012 mb
Wind 5 mph
Wind Gust Wind Gust: 10 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:06
Sunset Sunset: 18:17

⠀আরও দেখুন

Scroll to Top