মিরর বিনোদন : মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদের পর সুরা খানের সঙ্গে নতুন সংসার পেতেছেন আরবাজ খান। বিয়ের পরই মালাইকাকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন তিনি। অন্যদিকে আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর নিজের নামের পাশ থেকে ‘খান’ পদবি সরিয়েছেন মালাইকা।
তবে শুক্রবার রাতে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় দেখা গেছে একেবারে অন্য এক চিত্র। বর্তমান স্ত্রী সুরার হাত ধরে এলেন আরবাজ। পিছু পিছু এলেন মালাইকা আরোরা।
আরবাজ-মালাইকার বিচ্ছেদ হয় ২০১৬ সালে। তাদের দাম্পত্য জীবন ১৯ বছরের। যদিও সন্তান আরহানের দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছেন তারা। আর সন্তানের জন্যই ফের কাছাকাছি এলেন তারা।
সম্প্রতি একটি পডকাস্ট শো শুরু করেছেন আরহান। এরই উদযাপনের খাওয়া-দাওয়া ছিল। ছেলের কথা ভেবেই এদিন এক হলেন আরোরা ও খান পরিবার।
আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও এখন আর কোনো লুকোচুরি নেই। তবে আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে নানাভাবে সামাজিক হেনস্থার মুখে পড়তে হয়েছে মালাইকাকে।