মিরর বিনোদন : আসন্ন রোজার ঈদকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছে দেশের নাটক ইন্ডাস্ট্রি। টেলিভিশন ও ইউটিউব নাটকের শেষ সময়ের প্রস্ততি চলছে। দুটি প্ল্যাটফর্ম মিলিয়ে এবার ১০০টির বেশি নাটক মুক্তির পরিকল্পনায় রয়েছে। তার মধ্যে আছে ঈদের বিশেষ নাটক ‘আমরা বোকা না’। এটি পরিচালনা করছেন মো. রবিউল সিকদার। নাটকটির গল্প রচনা করেছেন আহসান আলমগীর। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায় ও আখম হাসান।
নির্মাতা বলেন, ‘ঈদের নাটক নির্মাণে সবসময়ই বাড়তি চাপ থাকে। এ সময় দর্শকদের হাতে প্রচুর অপশন থাকে। তাই ভালো গল্প ও নির্মাণে দক্ষতা না থাকলে পিছিয়ে পড়তে হয়। আমি আমার গল্প নিয়ে আশাবাদী। এ ছাড়া নাটকে জনপ্রিয় দুজন আর্টিস্ট রয়েছেন। নাটকটি দর্শকের কাছে ভালো লাগবে বলে আমি আশাবাদী।’