মিরর বিনোদন : রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে আবারও ক্ষমতায় এসেছেন ভ্লাদিমির পুতিন। বিশ্বজুড়ে আলোচনার কমতি নেই তাকে ঘিরে। সিনেমার পর্দাতেও পুতিন এখন দারুণ আলোচিত। পোলিশ নির্মাতা নির্মাণ করছেন ভ্লাদিমির পুতিনের বায়োপিক ‘পুতিন’। এটি আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে। এই ছবিতে এআই-জেনারেটেড পুতিনের দেখা মিলবে।
সিনেমাটি আগামী সপ্তাহে কান ফিল্ম মার্কেটে আন্তর্জাতিক পরিবেশকদের কাছে তুলে ধরা হবে। ফিল্ম ইন্ডাস্ট্রি এবং দর্শকরা এআই গ্রহণ করতে কতটা প্রস্তুত, তা পরখ করবে পুতিন।পোলিশ পরিচালক বেসালিলের সিনেমাটি রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিনকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পুনরায় তৈরি করেছে। নির্মাতা তার নিজস্ব প্রযুক্তি কোম্পানি এআইও দিয়ে পুতিনকে পর্দায় উপস্থাপন করবেন। পরিচালক সিনেমাটিকে ‘প্রথম ডিপফেক’ ফিচার ফিল্ম বলে অভিহিত করেছেন।
জার্মান গ্রুপ কিনোস্টার পুতিন-এর ওয়ার্ল্ড সেলসের দায়িত্বে আছে। আসন্ন কান চলচ্চিত্র বাজারে আন্তর্জাতিক পরিবেশকদের কাছে এটি পরিবেশন করা হবে। ইউরোপের কয়েকটি অঞ্চলে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
তবে সিনেমার মূল ফোকাস পুতিন নিজেই, বেসালিলের এআই সংস্করণ। পুতিনের অসুন্দর চিত্র তুলে ধরা হয়েছে ছবিতে। ছবির ট্রেলারে পরিচালক পুতিনকে নোংরা ডায়াপারে কাঁপতে দেখিয়েছেন। ঠান্ডা মাথায় বোমা হামলা এবং রাজনৈতিক হত্যার আদেশ দিতে দেখা গেছে পুতিনকে। প্রেমিকা আলিনা কাবায়েভারর জন্য প্রাক্তন স্ত্রী লিউডমিলা আলেকসান্দ্রোভনা ওচেরেটনায়াকে অপমান করতেও দেখানো হয়েছে।