মিরর বিনোদন : বলিউড তারকা মালাইকা অরোরাকে অর্জুন কাপুরের এবারের জন্মদিনের অনুষ্ঠানে দেখা যায়নি। শুধু তা-ই নয়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও অর্জুনকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি। এতেই তাদের বিচ্ছেদের জল্পনায় নতুন করে হাওয়া লেগেছে।
কিন্তু বৃহস্পতিবার (২৭ জুন) এ নিয়ে মুখ খুললেন মালাইকা অরোরা। তিনি জানিয়ে দিলেন, ভালোবাসার জন্য লড়াই চালিয়ে যাবেন তিনি। আবার এও বললেন, তিনি জানেন কোথায় সীমারেখা টানতে হবে।
অর্জুনকে হাতে আই-ভি চ্যানেল নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় যখন দেখা গিয়েছিল, মালাইকা তখন বিদেশে বেড়ানোর ছবির পোস্ট করেছিলেন। জুনের শুরুতেই রটে গিয়েছিল তাদের নাকি পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়েছে। কিন্তু মালাইকার ম্যানেজার স্পষ্ট জানিয়ে দেন, ‘এসব মিথ্যে। সবই রটনা। অর্জুনের সঙ্গে এখনো তার সম্পর্ক মধুর।’
মালাইকার ১৯৯৮ সালে আরবাজের সঙ্গে বিয়ে হয়েছিল। এর চার ৪ বছর পর দুজনের ছেলে আরহানের জন্ম হয়। ২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা থাকার কথা জানা যায়। তারপর থেকেই অর্জুনের সঙ্গে তার প্রেমের সম্পর্কের খবার শোনা যায়। সেই সম্পর্ক নিয়েই এবার সরাসরি কিছু না বললেও মুখ খুলে অনেক কিছুই যেন বুঝিয়ে দিলেন মালাইকা অরোরা।