মিরর বিনোদন : বলিউডের ভার্সেটাইল অভিনেতা অনুপম খের। তার অফিসে ভয়ংকর চুরির ঘটনা ঘটেছে। নগদ অর্থসহ বেশকিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে পালিয়েছে চোর। এ সময় তার অফিস থেকে গোটা একটি সিন্দুক তুলে নিয়ে যায় চোররা। বিষয়টি একটি ভিডিও বার্তার মাধ্যমে অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন। খবর : টাইমস অব ইন্ডিয়া
চুরির ঘটনা ঘটে ১৯ জুন। ভিডিওতে তিনি বলেন, ‘আমার বীর দেশাই রোডের অফিসে দুজন চোর সবকিছু নিয়ে গেছে এবং খুব বাজেভাবে আমার অফিসের দরজাসহ নানা আসবাপত্র ভাঙচুর করেছে। আমাদের কোম্পানির প্রযোজনায় নির্মিত একটা সিনেমার নেগেটিভও নিয়ে গেছে। এ ছাড়া একটি সিন্দুক নিয়ে গেছে তারা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা ইতোমধ্যেই দুজনকে শনাক্ত করেছেন। ঈশ্বর ওদের সুবুদ্ধি দিন।’
পুরো ঘটনাটি অভিনেতা একটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছেন।
অনুপম খেরকে বর্তমানে খুব একটা অভিনয়ে দেখা যায় না। তিনি ছোট পর্দায় বেশকিছু রিয়্যালিটি শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার মুক্তির অপেক্ষায় রয়েছে কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’ সিনেমা। এ ছাড়া অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও নিয়মিত হচ্ছেন তিনি।