২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

বাংলাদেশে এআই ডেভেলপার তৈরি করতে আগ্রহী মাইক্রোসফট

ঢাকা : বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিশেষজ্ঞ ও ডেভেলপার তৈরি, স্টার্টআপদের মধ‌্যে ইন্টারন‌্যাশনাল বিজনেস সক্ষমতা তৈরি এবং সাইবার নিরপত্তা বিষয়ে প্রযুক্তিগত সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে মাইক্রোসফট। মঙ্গলবার (১১ জুন) বাংলাদেশ সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে তার দফতরে সৌজন‌্য সাক্ষাৎকালে মাইক্রোসফট বাংলাদেশের ব‌্যবস্থাপনা পরিচালক মো. ইউসুপ ফারুক এ আগ্রহের কথা জানান।

সাক্ষাতকালে তারা স্টার্ট আপ অন মাক্রোসফট ফাউন্ডার প্রোগ্রাম, সাইবার নিরাপত্তা, পরিপূর্ণ ডাটা এবং এআই’র জন‌্য একক প্ল্যাটফর্ম তৈরিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘এখন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পৃথিবী আরেকটি যুগান্তকারী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পরিবর্তনের এই অভিযাত্রায় রয়েছে অনেক চ‌্যালেঞ্জ।’

স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে প্রযুক্তির এ চ‌্যালেঞ্জ মোকাবিলা আমাদের করতেই হবে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের ব্যাংকিং, টেলিকম, আইসিটিসহ সব খাতে সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি এক্সপার্ট এবং প্রযুক্তির নতুন টুল তৈরিতে মাইক্রোসফট অবদান রাখতে পারে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘২০৪১ সালের উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজব্যবস্থা, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকারব্যবস্থা গড়তে হলে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাইপাস করে কিছু করা সম্ভব নয়। তাই এখন আমাদের চ্যালেঞ্জ বা আলোচনার বিষয় হলো, আমরা কতটুকু উদ্ভাবনকে উৎসাহিত করবো এবং কতটুকু অপপ্রয়োগকে নিয়ন্ত্রণ করবো।’

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ২৩, ২০২৫
temperature icon 21°C
scattered clouds
Humidity 73 %
Pressure 1015 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 6 mph
Clouds Clouds: 35%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:06
Sunset Sunset: 18:17

⠀আরও দেখুন

Scroll to Top