১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

গত ছয় মাসে দ্বিগুণ হয়েছে এআই ব্যবহারকারী

মিরর ডেস্ক : সময় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের। প্রযুক্তির দুনিয়ায় এআই প্রবেশের পর থেকে নানা কাজে এর ব্যবহার ক্রমশ বেড়েছে। গত মাইক্রোসফ্ট ও লিঙ্কডইনের ‘২০২৪ ওয়ার্ক ট্রেন্ড ইনডেস্কের’ বার্ষিক প্রতিবেদন অনুসারে, গত ছয় মাসে এআই ব্যবহারকারীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। বিশ্বব্যাপী দক্ষতা বাড়ানোর কাজে যুক্ত কর্মীদের মধ্যে প্রায় ৭৫ শতাংশ এআই ব্যবহার করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কাজের গতি ও পরিমাণ বেড়ে যাওয়ায় কর্মীরা এখন ব্যক্তিগত পর্যায়ে এআই প্রোগ্রামের ওপর নির্ভরতা বাড়িয়ে দিয়েছেন। প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা তাদের ব্যবসার জন্য এআই বিষয়ে গুরুত্ব অনুবাধন করলেও অনেকের এ থেকে ফল পেতে কার্যকর কৌশল প্রণয়ন–সম্পর্কিত স্পষ্ট ধারণার স্বল্পতা অনুভব করেন।

মাইক্রোসফটের করা জরিপে দেখা গেছে, এআই টুল ব্যবহার করা ৯০ শতাংশ ব্যবহারকারী বলেছেন, এ প্রোগ্রাম তাদের সময় বাঁচায়। এ ছাড়া গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে পারেন ৮৫ শতাংশ ব্যবহারকারী।

৮৪ শতাংশ এআই ব্যবহারকারী বলেছেন, এআই ব্যবহারকারীরা আরও বেশি সৃজনশীল হয়েছেন বলে মনে করেন। এ ছাড়া ৮৩ শতাংশ মনে করেন, তারা নিজেদের কাজ উপভোগ করেছেন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ডিসে ১২, ২০২৪
temperature icon 23°C
clear sky
Humidity 36 %
Pressure 1013 mb
Wind 6 mph
Wind Gust Wind Gust: 5 mph
Clouds Clouds: 2%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:42
Sunset Sunset: 17:16

⠀আরও দেখুন

Scroll to Top