১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

ইয়ামাহার নতুন ইলেক্ট্রিক সাইকেলে একবার চার্জে চলবে ২০০ কিলোমিটার

মিরর ডেস্ক : মেট্রোপলিটন এলাকায় মানুষের দৈনন্দিন যাতায়াতকে সহজ করার জন্য এসেছে নতুন বাহন। যদি আপনি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে এই বাহন আপনাকে দেবে সহজে চলাচলের স্বাচ্ছন্দ্য ও পরিবেশের ক্ষতি না করার জন্য মানসিক প্রশান্তি । যদি এরকম ইকো-ফ্রেন্ডলি ইলেকট্রিক টু-হুইলার খুঁজে থাকেন তাহলে ইয়ামাহার নতুন ইলেকট্রিক সাইকেলটি আপনার জন্য। পাশাপাশি প্রিয় মানুষকে উপহার হিসেবেও এটি অসাধারণ বিকল্প।

দুই চাকার যান্ত্রিক সাইকেলের চাহিদা বর্তমান সময়ে দিন দিন বাড়ছে। সাধারণ সাইকেল পরিবেশ বান্ধব হলেও দীর্ঘ পথ চলা কিছুটা ক্লান্তিকর হতে পারে। Yamaha Electric Cycle-এর সাহায্যে এখন প্যাডেল ছাড়াই দীর্ঘপথ অতিক্রম করতে পারবেন। এর উচ্চ গতিসীমা আপনাকে স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে। এই কারণেই অনেকেই প্রতিদিনের যাতায়াতে ইলেকট্রিক সাইকেল বেছে নিচ্ছেন। ইয়ামাহা এবার এনেছে এক সম্পূর্ণ নতুন ধরনের ইলেকট্রিক সাইকেল, যা আধুনিক প্রযুক্তির সাথে দুর্দান্ত রেঞ্জ প্রদান করে।

ইয়ামাহা ইলেকট্রিক সাইকেলে ব্যবহৃত হয়েছে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, যা আপনাকে সহজে যেকোনো ভ্রমণ উপভোগ করতে সহায়তা করবে। PW-সিরিজের শক্তিশালী মোটর রয়েছে এই সাইকেলে। যা ২৫০ ওয়াট থেকে ৮০০ ওয়াট পর্যন্ত পাওয়ার প্রদান করতে পারে। এতে যুক্ত হয়েছে এমন ব্যাটারি যা মাত্র ৩ থেকে ৬ ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়, ফলে দীর্ঘ পথ চলার সময় চার্জ নিয়ে ভাবতে হবে না।

Yamaha Electric Cycle-এর রেঞ্জ ৪০ কিমি থেকে ২০০ কিমি পর্যন্ত হতে পারে। যা ব্যাটারির আকার ও ক্ষমতার উপর নির্ভর করে। এই বৈশিষ্ট্যটি নিশ্চিত করে যে আপনাকে দৈনন্দিন কাজে যাতায়াতের জন্য কোনো ধরনের তেল বা গ্যাসোলিনের উপর নির্ভর করতে হবে না, বরং একবারের চার্জেই লম্বা পথ যাওয়া সম্ভব।

এই ইলেকট্রিক সাইকেল একটি শক্তিশালী মাউন্টেন সাইকেল হিসেবে ডিজাইন করা হয়েছে। যা কেবল শহরের মসৃণ রাস্তা নয় বরং পাহাড়ি ও দুর্গম পথেও আরামে চালানো যায়। এতে রয়েছে গিয়ার শিফট, ফ্রন্ট হেডলাইট, এবং নিরাপত্তার জন্য আধুনিক ফিচার। সাইকেলটির ফ্রেম যথেষ্ট মজবুত হওয়ায় এটি কঠিন যেকোনো জায়গায় চালানো যাবে। ইয়ামাহা তাদের এই ইলেকট্রিক সাইকেলের জন্য ৩ থেকে ৪ বছরের ওয়ারেন্টিও সরবরাহ করছে, যা ব্যবহারকারীদের জন্য নিরাপদ এবং নির্ভরযোগ্য।

ইয়ামাহার এই ইলেকট্রিক সাইকেলটি খুব শিগগিরই বাজারে আসতে চলেছে। এর প্রাথমিক মূল্য ধরা হয়েছে প্রায় ১ লাখ টাকা। ব্যাটারি ওয়ারেন্টি হিসেবে ৩ বছরের ওয়ারেন্টিও দেওয়া হবে, যা আপনাকে বাড়তি নিশ্চিন্ততা দেবে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ডিসে ১১, ২০২৪
temperature icon 15°C
scattered clouds
Humidity 48 %
Pressure 1015 mb
Wind 3 mph
Wind Gust Wind Gust: 3 mph
Clouds Clouds: 47%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:41
Sunset Sunset: 17:15

⠀আরও দেখুন

Scroll to Top