মিরর ডেস্ক : মেট্রোপলিটন এলাকায় মানুষের দৈনন্দিন যাতায়াতকে সহজ করার জন্য এসেছে নতুন বাহন। যদি আপনি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে এই বাহন আপনাকে দেবে সহজে চলাচলের স্বাচ্ছন্দ্য ও পরিবেশের ক্ষতি না করার জন্য মানসিক প্রশান্তি । যদি এরকম ইকো-ফ্রেন্ডলি ইলেকট্রিক টু-হুইলার খুঁজে থাকেন তাহলে ইয়ামাহার নতুন ইলেকট্রিক সাইকেলটি আপনার জন্য। পাশাপাশি প্রিয় মানুষকে উপহার হিসেবেও এটি অসাধারণ বিকল্প।
দুই চাকার যান্ত্রিক সাইকেলের চাহিদা বর্তমান সময়ে দিন দিন বাড়ছে। সাধারণ সাইকেল পরিবেশ বান্ধব হলেও দীর্ঘ পথ চলা কিছুটা ক্লান্তিকর হতে পারে। Yamaha Electric Cycle-এর সাহায্যে এখন প্যাডেল ছাড়াই দীর্ঘপথ অতিক্রম করতে পারবেন। এর উচ্চ গতিসীমা আপনাকে স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে। এই কারণেই অনেকেই প্রতিদিনের যাতায়াতে ইলেকট্রিক সাইকেল বেছে নিচ্ছেন। ইয়ামাহা এবার এনেছে এক সম্পূর্ণ নতুন ধরনের ইলেকট্রিক সাইকেল, যা আধুনিক প্রযুক্তির সাথে দুর্দান্ত রেঞ্জ প্রদান করে।
Yamaha Electric Cycle-এর রেঞ্জ ৪০ কিমি থেকে ২০০ কিমি পর্যন্ত হতে পারে। যা ব্যাটারির আকার ও ক্ষমতার উপর নির্ভর করে। এই বৈশিষ্ট্যটি নিশ্চিত করে যে আপনাকে দৈনন্দিন কাজে যাতায়াতের জন্য কোনো ধরনের তেল বা গ্যাসোলিনের উপর নির্ভর করতে হবে না, বরং একবারের চার্জেই লম্বা পথ যাওয়া সম্ভব।
এই ইলেকট্রিক সাইকেল একটি শক্তিশালী মাউন্টেন সাইকেল হিসেবে ডিজাইন করা হয়েছে। যা কেবল শহরের মসৃণ রাস্তা নয় বরং পাহাড়ি ও দুর্গম পথেও আরামে চালানো যায়। এতে রয়েছে গিয়ার শিফট, ফ্রন্ট হেডলাইট, এবং নিরাপত্তার জন্য আধুনিক ফিচার। সাইকেলটির ফ্রেম যথেষ্ট মজবুত হওয়ায় এটি কঠিন যেকোনো জায়গায় চালানো যাবে। ইয়ামাহা তাদের এই ইলেকট্রিক সাইকেলের জন্য ৩ থেকে ৪ বছরের ওয়ারেন্টিও সরবরাহ করছে, যা ব্যবহারকারীদের জন্য নিরাপদ এবং নির্ভরযোগ্য।
ইয়ামাহার এই ইলেকট্রিক সাইকেলটি খুব শিগগিরই বাজারে আসতে চলেছে। এর প্রাথমিক মূল্য ধরা হয়েছে প্রায় ১ লাখ টাকা। ব্যাটারি ওয়ারেন্টি হিসেবে ৩ বছরের ওয়ারেন্টিও দেওয়া হবে, যা আপনাকে বাড়তি নিশ্চিন্ততা দেবে।