১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

প্রথমবার গিলাফ বদলের প্রক্রিয়ায় নারী

মিরর ডেস্ক : এর আগে যা কখনও ঘটেনি, তা-ই করে দেখাল সৌদি আরবের বর্তমান প্রশাসন। ইতিহাসে এই প্রথমবার পবিত্র কাবাঘরের কিসওয়া বদলানোর প্রক্রিয়ায় সরাসরি অংশ নিতে দেখা গেছে সৌদি নারীদের। এর আগে কখনও এ কাজ করতে দেখা যায়নি তাদের।

গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর দেখভাল করা নারীরা কিসওয়া বদলের এই অনুষ্ঠানে যোগ দেন। ঐতিহ্যগতভাবে শুধু পুরুষরাই এত দিন পর্যন্ত কাবার কিসওয়া বদলেছেন। তবে প্রাথমিক পর্যায়ে কিছুসংখ্যক নারী কর্মী সক্রিয়ভাবে অংশ নিয়েছে। কিন্তু কখনও কিসওয়া বদলে সঙ্গী হয়নি।

কিসওয়ার পরিবহন এবং এর খণ্ড খণ্ড অংশ নিয়ে যাওয়ার কাজ করেছেন নারীরা। যদিও গালফ নিউজ জানিয়েছে, কাবার চত্বরে গিয়ে কিসওয়া পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় নারীরা অংশ নেননি। সেখানে মূল কাজ পুরুষরাই করেছেন।

জেনারেল অথরিটি ফর দ্য কেয়ার অব দ্য টু হলি মস্কস কয়েকজন নারীর এমন নজিরবিহীন অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে। গত শনিবার (৬ জুলাই) পুরোনো গিলাফ সরিয়ে নতুন গিলাফ পড়ানো হয় কাবার দেয়ালে। আরবি নববর্ষ ১৪৪৬ হিজরির প্রথম প্রহরে পবিত্র কাবার এ গিলাফ পরিবর্তন করা হয়।

হিজরি নববর্ষকে স্মরণীয় করতে গত বছর থেকে এমন উদ্যোগ নিয়েছে সৌদির সরকার। এর আগে প্রতি বছর হজের সময় আরাফার দিন সকালে কাবার গিলাফ পরিবর্তন করা হতো। তবে গত দুই বছর ধরে হিজরি নববর্ষের প্রথম দিন কাবার গিলাফ পরিবর্তন করা হচ্ছে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ১৬, ২০২৫
temperature icon 38°C
clear sky
Humidity 12 %
Pressure 1003 mb
Wind 20 mph
Wind Gust Wind Gust: 35 mph
Clouds Clouds: 1%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:13
Sunset Sunset: 18:14

⠀আরও দেখুন

Scroll to Top