মিরর ডেস্ক : মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, ‘হে ঈমানদারগণ! কোনো ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তার সত্যাসত্য যাচাই-বাছাই করো’। (সূরা: আল-হুযুরাত, আয়াত: ৬)
আর হাদিস শরিফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কোনো লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনে (সত্যতা যাচাই না করে) তা-ই বলে বেড়ায়’। (মুসলিম)
যে গুজবকে সত্য বানায় কিংবা যে সত্যকে গুজব বানায়, দুজনই মিথ্যাবাদী। আর মিথ্যাবাদীর পরিণাম ভয়াবহ হবে ।
বর্তমান সময়ে আমরা কোনো কিছু শুনে যাচাই-বাছাই না করে বলে বেড়াই। যাক চরম অন্যায়।
মানুষ একে অপরের সঙ্গে ঝামেলা লাগানোর জন্য বিভিন্ন কথা বলে থাকে। সাবধান! কেউ কিছু বললে অবশ্যই প্রথমে যাচাই-বাছাই করুন তারপর সিদ্ধান্ত গ্রহণ করুন। নচেৎ আপনি বড় গুনাগার হবেন।