ঢাকা : এখন পর্যন্ত হজযাত্রীদের ভিসা ইস্যু না করায় ছয় এজেন্সির ব্যাখ্যা চেয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে এজেন্সির নিবন্ধিত হজযাত্রীদের ভিসা দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) হজ অফিসের পোর্টালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আবু তাহিরের স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা যায়।
এজেন্সি ৬টি হচ্ছে— ওয়ার্ল্ডলিংক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আনসারি ওভারসিজ, আল-রিসান ট্রাভেল এজেন্সি, মিকাত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, নর্থ-বেঙ্গল হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং হলি দারুননাযাত হজ ওভারসিস।
চিঠিতে ওই ছয় এজেন্সির হজযাত্রীদের হজে যাওয়া অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে উল্লেখ করে বলা হয়, গত ৯ মে থেকে হজযাত্রীদের সৌদি আরব যাওয়া শুরু হয়েছে এবং এরইমধ্যে ১৭,০৩১ হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। ২৫৯টি এজেন্সি/লিড এজেন্সির বেশিরভাগই হজযাত্রীর ভিসা সম্পন্ন করলেও একাধিকবার তাগিদ দেওয়া সত্ত্বেও ৬টি এজেন্সি আজ পর্যন্ত হজযাত্রীদের ভিসা সম্পন্ন করেনি। এতে ওই এজেন্সির মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের হজে যাওয়া নিয়ে আশঙ্কা রয়েছে।
ওই ৬ এজেন্সিকে আগামী ১৫ মের মধ্যে মন্ত্রণালয়ে হজযাত্রীর ভিসা ইস্যু না করার ব্যাখ্যা দিতে বলা হয়। একইসাথে সকল হজযাত্রীর ভিসা দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।