ঢাকা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠন করায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সৌদির যুবরাজ মুহাম্মদ বিন সালমান আল সৌদ।
মঙ্গলবার গণভবনে বাংলাদেশে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান সৌদি যুবরাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে অভিনন্দনপত্র তুলে দেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার (২২ জানুয়ারি) শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো ও নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা সাভেদ্রা। এ ছাড়া নিকারাগুয়ার ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিল্লোও শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।