২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

‘ভারতবিরোধী অবস্থান নিয়ে বিএনপি এখন আবোলতাবোল বলছে’

ব্রাহ্মণবাড়িয়া : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপি নিজ দলের অস্তিত্ব নিয়ে ভয়ে এখন আবোলতাবোল বলছে।’

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘হার পাওয়ার’ প্রকল্পের অধীনে ৮০ প্রশিক্ষিত নারী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ল্যাপটপ বিতরণকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কোনও রাজনৈতিক দল যখন তার রাজনীতি অস্তিত্ব নিয়ে ভয়ে থাকে, তখন তারা আবোলতাবোল বলতে থাকে। ভারতবিরোধী অবস্থান নিয়ে বিএনপি এখন আবোলতাবোল বলছে। এটা ধর্তব্যের মধ্যে ধরে নেওয়া ঠিক হবে না।’

হঠাৎ কেন পাহাড় অশান্ত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘এ বিষয়ে আরও তথ্য জানা প্রয়োজন। সেই বিষয়ে জেনে মন্তব্য করবেন।’

এর আগে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের হার পাওয়ার প্রকল্প গ্রহণ করেছেন। নারীরা এগিয়ে না যেতে পারলে দেশ এগিয়ে যাবে না।’ তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নারীদেরকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র এমজে হাক্কানী, কসবা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার মুক্তারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
জানু ২২, ২০২৫
temperature icon 15°C
clear sky
Humidity 58 %
Pressure 1011 mb
Wind 2 mph
Wind Gust Wind Gust: 1 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:52
Sunset Sunset: 17:41

⠀আরও দেখুন

Scroll to Top