বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল ৩টায় এই আগুন দেওয়া হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে টেলিভিশনটির সম্প্রচার বন্ধ রয়েছে বলে জানা গেছে।
এর আগে বিকালে সম্প্রচার বন্ধের আশঙ্কা জানিয়ে বিটিভি প্রধান গণমাধ্যমকে জানিয়েছিলেন, সন্ধ্যা ৬ টায়ও আগুন জ্বলছে, ডিজাইন শাখা পুড়ে গেছে।
বিটিভির ফেসবুকে আরেক পোস্টে জানানো হয়, তাদের ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কয়েক ডজন গাড়িতেও আগুন দেওয়া হয়।