৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

বঙ্গবন্ধু সেতু: ২৪ ঘণ্টায় টোল আদায় আড়াই কোটি টাকা

মিরর ডেস্ক : সুখ ভাগাভাগি করে ঈদ উযাপন করতে পরিবার-পরিজন নিয়ে ঢাকা ছাড়ছে মানুষ। এতে সড়ক-মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ। বেড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও। তবে নেই যানজট।

ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন পারাপার ও টোল আদায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বেড়েছে। বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্র জানায়, রবিবার (৭ এপ্রিল) সকাল ৬টা থেকে সোমবার (৮ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৯ হাজার ৭৮০ যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে দুই কোটি ৫০ লাখ ৮৯ হাজার ২০০ টাকা। এরমধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১৫ হাজার ৮৫ যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৮৫ লাখ ৪০ হাজার ৫০ এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ১৪ হাজার ৬৯৪ যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩২ লাখ ৩৫ হাজার ১৫০ টাকা। সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার হয়েছে দুই হাজার ৭১০।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮ টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে। যানবাহনের চাপ বেড়েছে।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
নভে ৩, ২০২৪
temperature icon 25°C
clear sky
Humidity 75 %
Pressure 1012 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 4 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:14
Sunset Sunset: 17:23

⠀আরও দেখুন

Scroll to Top