২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

প্রধানমন্ত্রী পুলিশের সুযোগ-সুবিধা অনেক বৃদ্ধি করেছেন: আইজিপি

সুনামগঞ্জ : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী পুলিশের সুযোগ-সুবিধা অনেক বৃদ্ধি করেছেন। তিনি বলেন, পুলিশের জন্য যে খরচ করা হয় তা ব্যয় নয়, বিনিয়োগ। সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হলে পুলিশ বাহিনী আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবে। পুলিশ জনগণের কল্যাণে কাজ করে যেতে চায়। জনগণকে আরও বেশি সেবা দিতে চায়।’

শুক্রবার পুলিশপ্রধান সুনামগঞ্জে পুলিশের বেশ কয়েকটি স্থাপনা উদ্বোধন শেষে শহর পুলিশ ফাঁড়িতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘সারা দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। তাই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। যেকোনও ধরনের অপরাধ দমনে পুলিশ সেভাবেই কাজ করছে।’

এর আগে তিনি শহরের ওয়েজখালী এলাকায় পুলিশ অফিস অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, পুলিশ লাইনস হাসপাতালে প্যাথলজিক্যাল ল্যাব, সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির অভ্যন্তরে নবনির্মিত চারতলা বিশিষ্ট স্টুডিও অ্যাপার্টমেন্টের শুভ উদ্বোধন করেন। এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি ও সুনামগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
মার্চ ২৩, ২০২৫
temperature icon 21°C
scattered clouds
Humidity 73 %
Pressure 1015 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 6 mph
Clouds Clouds: 35%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:06
Sunset Sunset: 18:17

⠀আরও দেখুন

Scroll to Top