১৫ সেপ্টেম্বর, ২০২৪
৩১ ভাদ্র, ১৪৩১
Mirror Times BD

নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে : সিইসি

ঢাকা : এবারের নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ‘গ্রহণযোগ্যতার কোনো মানদণ্ড থাকে না, এটা আপেক্ষিক বিষয়। কিন্তু আমরা চাইব, নির্বাচনকে সর্বাধিক গ্রহণযোগ্য করতে। যে কারণে এখানে বিদেশি পর্যবেক্ষক ও সংবাদকর্মীরা এসেছেন। তারা বিষয়টিকে ফুটিয়ে তুলবেন। আমরা আশাবাদী, এবারের নির্বাচন দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পাবে।’

শনিবার (৬ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন।

এবারের নির্বাচনকে নির্বাচন বিশ্লেষকদের অনেকে সিলেকশন বলছেন। তাহলে এই নির্বাচন কতটা গ্রহণযোগ্যতা পাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলেছি, আমাদের দায়িত্ব নির্বাচনের আয়োজন করা। রাজনৈতিক বক্তব্যে সম্পৃক্ত হওয়া আমাদের কাজ না। কাজেই যে বিতর্কের কথা বলেছেন, রাজনৈতিক পরিমণ্ডলে তা থাকবেই। রাজনীতিবিদরা একসময় সেটা সমাধান করবেন।’

তিনি বলেন, ‘বিরোধিতা থাকা সত্ত্বেও জনগণ ভোট দিয়ে নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলবেন বলে আশা রাখছি। প্রকৃত সত্য তুলে ধরতে সাংবাদিকদের অব্যাহত থাকতে আহ্বান জানাই।’

সিইসি আরও বলেন, ‘গণতান্ত্রিক নির্বাচনের জন্য মানদণ্ড অনুসারে আমাদের আইন রয়েছে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে। কিন্তু আমরা যেভাবে বলি, সেভাবে নির্বাচন সব সময় শান্তিপূর্ণ হয় না।’

তিনি বলেন, ‘আমরা চাই, আমাদের নির্বাচন কেবল দেশীয়ভাবেই নয়, আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। ভোট শুরু হবে সকাল ৮টায়, শেষ হবে বিকাল ৪টায়। তবে কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন থাকলে ভোট শেষ হতে আরও দেরি হতে পারে। অর্থাৎ যারা ভোট দিতে আসবেন, তাদের ভোট দেওয়া শেষ হলেই ভোট বন্ধ হবে।’

সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট হবে। প্রত্যেক প্রার্থীকে ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট রাখার অনুরোধ করছি, যেন ভোটাররা ভোটদানে বাধাগ্রস্ত না হন। ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।’

এ সময় নির্বাচন কমিশনারদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, আনিছুর রহমান, ইসি সচিব মো. জাহাংগীর আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
সেপ্টে ১৫, ২০২৪
temperature icon 25°C
overcast clouds
Humidity 90 %
Pressure 1000 mb
Wind 12 mph
Wind Gust Wind Gust: 26 mph
Clouds Clouds: 98%
Visibility Visibility: 0 km
Sunrise Sunrise: 05:51
Sunset Sunset: 18:10

⠀আরও দেখুন

Scroll to Top