১২ সেপ্টেম্বর, ২০২৪
২৮ ভাদ্র, ১৪৩১
Mirror Times BD

নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে: সিইসি

ঢাকা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সিইসি। সব হিসাব শেষে এটি দাঁড়িয়েছে বলে জানান তিনি।

এর আগে জাপানের রাষ্ট্রদূতসহ একটি নির্বাচন পর্যবেক্ষক দল সিইসের সঙ্গে দেখা করে এবং সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ধন্যবাদ জানায়।

সিইসি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের সম্পূর্ণ তথ্য আমাদের হাতে এসেছে। এখন মোট ভোট পড়েছে ৪১.৮ শতাংশ।
রবিবার (৭ জানুয়ারি) ভোট শেষে ইসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি জানিয়েছিলেন সংসদ নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে। এর কিছু কম বা বেশিও হতে পারে।

ভোটের দিন বিকাল ৩টায় ইসি সচিব ২৭ শতাংশ ভোট পড়েছে বলে জানান, এরপর সাড়ে ৫টায় সেটা ৪০ শতাংশ বলে জানালো— এটা কীভাবে হলো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, টোটাল ২৯৮টি আসনের রেজাল্ট যখন আসা শুরু করলো তখন ওটা যোগ করলে একটা যোগফল বের হয়, এটা কোনও কঠিন কাজ নয়। এই যোগফল একটা এক্সেলে ফেলে দিলে একটা পারসেন্টেজ বের হয়ে আসে।

তিনি আরও বলেন, যখন গতকাল ২টার সময় বলি, তখন এটা পুরোপুরি পার্সেন্টেজ না। আবার যখন ৪টায় সময় বলি তখনও এটা পুরোপুরি পার্সেন্টেজ না। তবে এখন সব রেজাল্ট আমাদের হাতে চলে আসছে। সেই রেজাল্টের ভিত্তিতে মোট ভোট পড়েছে ৪১.৮ শতাংশ। এটা নিয়ে কারও যদি কোনো দ্বিধা থাকে তাহলে যে কেউ এটা চ্যালেঞ্জ করতে পারেন। কেউ যদি মনে করেন এটা বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে সে চ্যালেঞ্জ করলে আমরা তাকে স্বাগত জানাবো।

⠀শেয়ার করুন

⠀চলমান

loader-image
Dinājpur, BD
সেপ্টে ১২, ২০২৪
temperature icon 30°C
overcast clouds
Humidity 69 %
Pressure 1004 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 4 mph
Clouds Clouds: 95%
Visibility Visibility: 0 km
Sunrise Sunrise: 05:50
Sunset Sunset: 18:13

⠀আরও দেখুন

Scroll to Top