১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়িসহ চালক

মিরর ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বর্তমান ক্ষমতাসীন দল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে নতুন সরকার হিসেবে শপথ নেবে। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ অনুযায়ী নতুন সরকারের সম্ভাব্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে ৫০ জন চালকও প্রস্তুত রাখা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভার শপথ উপলক্ষে কাছে গাড়ি চাওয়া হয়েছে। গতবারের অভিজ্ঞতায় এবারও ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত থাকা গাড়িগুলো এরই মধ্যে মন্ত্রিপরিষদের কর্মকর্তারা এসে দেখে গেছেন। বুধবার বিকালে বা বৃহস্পতিবার সকালে গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে জানান, প্রস্তুতকৃত ৫০টি গাড়িতেই প্রতিমন্ত্রী মর্যাদার মনোগ্রাম লাগিয়ে রাখা হয়েছে, সঙ্গে পতাকা টানানোর স্ট্যান্ডও রয়েছে। যেসব গাড়ি মন্ত্রীদের জন্য বরাদ্দ হবে, তাদের গাড়ির পতাকা স্ট্যান্ডে পতাকা টানিয়ে প্রতিমন্ত্রী সম্বলিত স্টিকার খুলে ফেলা হবে। আর যেসব গাড়ি প্রতিমন্ত্রীরা বরাদ্দ পাবেন, তাদের গাড়িতে কোনো পরিবর্তন করতে হবে না। গাড়ির সঙ্গে ৫০ জন চালককেও প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় অধীন ৫০টি গাড়ির জন্য ৫০ জন চালক নতুন মন্ত্রীদের জন্য অপেক্ষায় আছেন। চালকের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা বর্তমান মন্ত্রীদের চালক হিসেবে কাজ করছেন, তাদের থেকেই বেশিরভাগ নিয়োগ দেওয়া হচ্ছে। আর যেসব চালক নিজেরা যেতে চাচ্ছেন না বা মন্ত্রীদের পক্ষ থেকে কোনো আপত্তি আছে, সেক্ষেত্রে নতুন চালককে ডিউটি দেওয়া হয়েছে।

এদিকে গাড়ি প্রস্তুত হলেও নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, এখনও তার কোনো ধারণা পাওয়া যায়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মন্ত্রিসভায় থাকা তিন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। এর বাইরে জাতীয় সংসদ নির্বাচনে তিন প্রতিমন্ত্রী দলীয় মনোনয়ন পাননি। আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন আরও তিন প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত,বৃহস্পতিবার সন্ধ্যায় শপথের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। সব মিলিয়ে এবারসহ তিনি পাঁচবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারে ৪৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী আছেন। এর মধ্যে প্রধানমন্ত্রীসহ ২৪ জন পূর্ণ মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী।

আগের চারবারের মতো এবারও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাই দায়িত্ব নেবেন বলে আওয়ামী লীগের বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে মন্ত্রিসভায় কারা-কারা স্থান পাচ্ছেন, তা নিয়ে নানামুখী আলোচনা আছে।

আওয়ামী লীগ ও সরকারের একাধিক ঘনিষ্ঠ সূত্র বলছে, বর্তমান মন্ত্রিসভার ‘ক্লিন ইমেজধারী’ ও অভিজ্ঞ সদস্যরা নতুন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। আর নতুন করে যুক্ত হবেন দলের সিনিয়র ও ত্যাগী নেতারা।

⠀শেয়ার করুন

⠀চলমান

loader-image
Dinājpur, BD
ফেব্রু ১৯, ২০২৫
temperature icon 24°C
clear sky
Humidity 24 %
Pressure 1011 mb
Wind 7 mph
Wind Gust Wind Gust: 7 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:37
Sunset Sunset: 18:01

⠀আরও দেখুন

Scroll to Top