ঢাকা : সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে সব সম্প্রদায়ের মানুষ যেন সমান মৌলিক অধিকার নিয়ে বসবাস করতে পারে, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (১৪ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে গ্রাম বিকাশ সহায়ক সংস্থা (জিবিএসএস) আয়োজিত ‘ঋষি সম্প্রদায়ের অধিকার ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে পলিসি অ্যাডভোকেসি রোডম্যাপ’ শীর্ষক জাতীয় গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিদেশে বসে রিমোট কন্ট্রোলে করে বাংলাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদকে উসকে দেওয়া হচ্ছে। অসাম্প্রদায়িক দেশ চাইলে রাজনীতিকে বেছে নিতে হবে। দেশে রাজনীতি ঠিক হলে সবকিছু ঠিক হয়ে যাবে।
সভায় আরও বক্তব্য রাখেন জিবিএসএস চেয়ারপার্সন প্রফেসর সাজেদা বানু, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর কেটি ক্রোক, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাপস কান্তি পাল, কাপের নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সানইয়াত, কজিরবাগ ঋষি পাড়া পঞ্চায়েতের সভাপতি সুজন দাস ও রতন, ঋষি সম্প্রদায়ের অ্যাডভোকেসি ফোরামের সদস্য কনকা দান ও প্রসেনজিত দাস, জিবিএসএসের নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রত্না।