ঢাকা : ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় হতাহতদের সহায়তা ও তথ্য সেবার জন্য একটি হটলাইন নম্বর দুই দিনের মধ্যে চালু হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। নম্বরটি হচ্ছে ১৬০০০।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল থেকে তালিকা নিয়েছে জানিয়ে অপূর্ব জাহাঙ্গীর বলেন, যারা আহত-নিহত হয়েছেন তাদের তথ্য নেওয়া হয়েছে। দু-দিনের মধ্যেই তারা কাজ শুরু করবেন। নম্বরটি হচ্ছে ১৬০০০। ২৪ ঘণ্টা এই হটলাইন নাম্বার চালু থাকবে। যে কোনও ধরণের সহায়তা ও তথ্য সেবা পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটির একটি ওয়েবসাইট করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জেএসএসএফবিডি ডট কম— তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে সকল ধরণের তথ্য পাওয়া যাবে।’
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।