মিরর স্পোর্টস : মাদ্রিদ ডার্বি বলে কথা। রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে রিয়াল মাদ্রিদ-অ্যাতলেতিকো মাদ্রিদ। পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের আরেকটি গল্প লিখেছে লস ব্লাঙ্কোস। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ৮ গোলের ম্যাচে তারা অ্যাতলেতিকোকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে।
রিয়াদে অনুষ্ঠিত লড়াইটি এমন মাত্রা ছুঁয়েছিল যে মৌসুমের সেরা ম্যাচ বলা হচ্ছে তাকে। দুটি দলই ভয়ডরহীন মানসিকতার জন্য চর্চিত। নির্ধারিত সময় পর্যন্তও আলাদা করা যায়নি কাউকে। সমতা ছিল ৩-৩ গোলে।
স্কোরলাইনে বদল আনতে রিয়াল মাদ্রিদ অ্যাতলেতিকোর রক্ষণের ডান অংশকে লক্ষ্য বানিয়েও আঘাত হানছিল। ফ্রি কিকে তার ফায়দা নিতে পেরেছিলেন ভিনিসিয়ুস। সেটিও রুখে দেন অ্যাতলেতিকো গোলকিপার ওবলাক।
৮৫ মিনিটে শেষ পর্যন্ত সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। তাও অনেক চেষ্টার পর। ভিনিসিয়ুস ও বেলিংহামকে রুখে দিতে পারলেও ফিরতি বলে আর বাধা হতে পারেননি ওবলাক। তাকে পরাস্ত করেন দানি কারভাহাল।
নির্ধারিত সময়ের খেলা শেষ হলে তার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। জমজমাট লড়াইয়ে সেখানেও পেনাল্টি শুটআউটের সম্ভাবনা জাগছিল। খেলা শেষ হওয়ার ৫ মিনিট বাকি ছিল তখন। তখনই সাভিচের পায়ে বল লেগে জালে জড়ালে মোড় ঘুরে যায় ম্যাচের। জোসেলুর হেড সাভিচের পায়ে লেগে চলে গিয়েছিল জালে। তার পর শেষ দিকে প্রতিআক্রমণ থেকে স্কোর ৫-৩ করে রিয়ালের অসাধারণ এক জয় নিশ্চিত করেছেন দিয়াজ।
অপর সেমিফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা-ওসাসুনা। এই ম্যাচের বিজয়ীর সঙ্গেই রবিবার ফাইনালে শিরোপা লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ।