৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

৮ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে ফাইনালে রিয়াল

মিরর স্পোর্টস : মাদ্রিদ ডার্বি বলে কথা। রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে রিয়াল মাদ্রিদ-অ্যাতলেতিকো মাদ্রিদ। পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের আরেকটি গল্প লিখেছে লস ব্লাঙ্কোস। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ৮ গোলের ম্যাচে তারা অ্যাতলেতিকোকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে।

রিয়াদে অনুষ্ঠিত লড়াইটি এমন মাত্রা ছুঁয়েছিল যে মৌসুমের সেরা ম্যাচ বলা হচ্ছে তাকে। দুটি দলই ভয়ডরহীন মানসিকতার জন্য চর্চিত। নির্ধারিত সময় পর্যন্তও আলাদা করা যায়নি কাউকে। সমতা ছিল ৩-৩ গোলে।

সেপ্টেম্বরে এখন পর্যন্ত রিয়ালকে মৌসুমের একমাত্র হার উপহার দেওয়া অ্যাতলেতিকোর শুরুটাও ছিল দারুণ। শুরুতেই গোল পেতে যাচ্ছিলেন দলটির ব্রাজিলিয়ান উইঙ্গার স্যামুয়েল লিনো। তার বাঁকানো শট সেভ করেছেন রিয়াল মাদ্রিদ গোলকিপার। তবে ৭ মিনিটে রিয়াল গোলকিপারের আর কিছুই করার ছিল না। গ্রিজমানের কর্নার থেকে হেড করে জাল কাঁপিয়ে অ্যাতলেতিকোকে এগিয়ে দেন মারিও হেরমোসো।
রিয়ালও এর জবাব দিয়েছে তার পর। ২০ মিনিটে লুকা মদরিচের কর্নার থেকে হেড করে স্কোর ১-১ করেন আন্তোনিও রুদিগার। ২৯ মিনিটে ব্যবধানও বাড়িয়ে নেয় তারা। গোল করেন ফারল্যান্ড মেন্ডি। তবে ৩৭ মিনিটে অসাধারণ এক গোলে স্কোর ২-২ করে দেন আন্তোনিও গ্রিজমান। এই গোলের মাধ্যমে অ্যাতলেতিকোর সর্বকালের গোলদাতাও বনে যান এই ফরাসি। ১৭৪তম গোলটি করে ক্লাবটির কিংবদন্তি লুইস আরাগোনসকে পেছনে ফেলেছেন তিনি। তার পর অ্যাতলেতিকো গোলকিপার দারুণ এক সেভে রদ্রিগোকে গোল পেতে দেননি।

স্কোরলাইনে বদল আনতে রিয়াল মাদ্রিদ অ্যাতলেতিকোর রক্ষণের ডান অংশকে লক্ষ্য বানিয়েও আঘাত হানছিল। ফ্রি কিকে তার ফায়দা নিতে পেরেছিলেন ভিনিসিয়ুস। সেটিও রুখে দেন অ্যাতলেতিকো গোলকিপার ওবলাক।

কিন্তু ৭৮ মিনিটে আবারও লিড নেয় তারা। তাও আবার রুডিগারের আত্মঘাতী গোলে। বলটা ঠিকঠাক মতো ক্লিয়ার করতে ব্যর্থ হয়েছিলেন রিয়াল গোলকিপার কেপা আরিজাবালাগা।

৮৫ মিনিটে শেষ পর্যন্ত সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। তাও অনেক চেষ্টার পর। ভিনিসিয়ুস ও বেলিংহামকে রুখে দিতে পারলেও ফিরতি বলে আর বাধা হতে পারেননি ওবলাক। তাকে পরাস্ত করেন দানি কারভাহাল।

নির্ধারিত সময়ের খেলা শেষ হলে তার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। জমজমাট লড়াইয়ে সেখানেও পেনাল্টি শুটআউটের সম্ভাবনা জাগছিল। খেলা শেষ হওয়ার ৫ মিনিট বাকি ছিল তখন। তখনই সাভিচের পায়ে বল লেগে জালে জড়ালে মোড় ঘুরে যায় ম্যাচের। জোসেলুর হেড সাভিচের পায়ে লেগে চলে গিয়েছিল জালে। তার পর শেষ দিকে প্রতিআক্রমণ থেকে স্কোর ৫-৩ করে রিয়ালের অসাধারণ এক জয় নিশ্চিত করেছেন দিয়াজ।

অপর সেমিফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা-ওসাসুনা। এই ম্যাচের বিজয়ীর সঙ্গেই রবিবার ফাইনালে শিরোপা লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
অক্টো ৯, ২০২৪
temperature icon 26°C
light rain
Humidity 86 %
Pressure 1011 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 6 mph
Clouds Clouds: 95%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:01
Sunset Sunset: 17:44

⠀আরও দেখুন

Scroll to Top