১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

৫ গোল করে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

মিরর স্পোর্টস : টানা দুই ম্যাচে ৫ গোল করলো বার্সেলোনা। দু‘দিন আগেই সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপারকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের জালে ৫ বার বল জড়িয়েছে বার্সা ফুটবলাররা। এবার কোপা ডেল রে‘র রাউন্ড-১৬ এ রিয়াল বেটিসের জালে ৫বার বল জড়ালেন লামিনে ইয়ামালরা।

৫-১ গোলের দারুণ এক জয়ে কোপা ডেল রে‘র কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো কাতালান ক্লাবটি। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। যদিও তিনি গোল করেছেন একটি। তবে আরও দুটি গোলের জোগানদাতাও ছিলেন তিনি।

রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে বিধ্বস্ত করার পর হান্সি ফ্লিকের শিষ্যরা যেন উড়ছে। যার প্রতিফলন দেখা গেলো রিয়াল বেটিসের বিপক্ষে। যদিও এই ম্যাচে বার্সা পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে নামেনি। কোচ ফ্লিক বিশ্রাম দিয়েছেন রবার্ট লেওয়ানডস্কি, মার্ক ক্যাসাডো এবং আলেহান্দ্রো বালদেকে।

ম্যাচের শুরু থেকেই দারুণ প্রভাব বিস্তার করে খেলতে থাকে বার্সা। যার ফলে মাত্র ৩য় মিনিটেই গোল আদায় করে নেয় বার্সার তরুণ ফুটবলার গাবি। দানি ওলমোর অ্যাসিস্ট থেকে এক নিচু শটে বল জড়িয়ে দেন তিনি।

২০ মিনিটে গোল পেয়ে গিয়েছিলেন ওলমোও। কিন্তু দুর্ভাগ্য তার। বলটা পোস্টে লেগে ফিরে আসে। তবে ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুলেস কুন্দে। ইয়ামালের বাড়িয়ে দেয়া পাস থেকে দারুণ এক ভলিতে বেটিসের জালে বল জড়ান কুন্দে।

হুলেস-কুন্দের যৌথ প্রচেষ্টায় এরপর আরও একটি গোল হয়েছিলো; কিন্তু ভিএআর দেখে সেই গোলটি বাতিল করে দেয়া হয়। তবে ৫৮তম মিনিটে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। লামিনে ইয়ামালের কাউন্টার অ্যাটাক থেকে খুব সহজ গোলের বলটি পেয়ে যান রাফিনহা।

৬৭তম মিনিটে চতুর্থ গোল করেন পরিবর্তিত খেলোয়াড় ফেরান তোরেস। ওলমোর ক্রস থেকে বল পান তিনি। আর কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে ৭৫তম মিনিটে নিজেই গোল করেন লামিনে ইয়ামাল। প্রথমে অফসাউডের অজুহাতে গোল বাতিল করা হয়েছিলো। তবে, ভিএআর দেখে পরে সঠিক বলে রায় দেয়া হয়।

৮৪তম মিনিটে রিয়াল বেটিসের হয়ে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতর রক।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ফেব্রু ১৪, ২০২৫
temperature icon 17°C
clear sky
Humidity 34 %
Pressure 1014 mb
Wind 4 mph
Wind Gust Wind Gust: 6 mph
Clouds Clouds: 0%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:41
Sunset Sunset: 17:58

⠀আরও দেখুন

Scroll to Top