মিরর স্পোর্টস : ম্যাচের শেষ দিকে এসে আল নাসর অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়া হলো। সৌদি সুপার কাপের এই ম্যাচেই নগর প্রতিদ্বন্দ্বী আল হিলালের কাছে ২-১ গোলে হেরে সেমি থেকে বিদায় নিতে হলো আল নাসরকে।
সৌদি সুপার কাপের সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিলো আবুধাবিতে। দারুণ প্রতিদ্বন্দ্বীতপূর্ণ এই ম্যাচটিতে বেশ উত্তেজনা ছড়িয়েছিলো। কিন্তু শেষ পর্যন্ত হারতে হলো রোনালদোর ক্লাবকেই।
লাল কার্ড দেখার পর রোনালদো নিজেও চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক ভিডিওতে দেখা যায়, শাসানোর ভঙ্গিতে রোনালদো মুষ্টিবদ্ধ হাত তুলে ধরা ম্যাচ কর্মকর্তাদের দিকে। ৩৯ বছরের ক্যারিয়ারে এমন আচরণ করতে এর আগে কখনো দেখা যায়নি।
প্রথমার্ধে কোনো গোলই হয়নি। ৬২তম মিনিটে প্রথম গোলের তালা খোলেন আল হিলালের হোর্হে হেসুস। সার্জেই মিলানকোভিক সাভিকের কাছ থেকে বল পেয়ে হোর্হে হেসুসকে গোলের জন্য পাস দেন সালেম আল দাওসারি।
৭২তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম ব্যবধান দ্বিগুণ করেন। ইনজুরি সময়ে এসে একটি গোল শোধ করে আল নাসর। আবদেলরহমান গরিবের কাছ থেকে বল পেয়ে গোলটি করেন সাদিও মানে।