১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

রিয়ালের জয়রথ থামিয়ে কোয়ার্টারে অ্যাতলেটিকো

মিরর স্পোর্টস : কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে নির্ধারিত সময়ে দুইবার পিছিয়ে পড়ে দুবারই সমতা ফেরায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে অবশ্য আর পারেনি লস ব্লাঙ্কেসরা। ৪-২ ব্যবধানে হেরে ২১ ম্যাচ পর পরাজয়ের স্বাদ পেল রিয়াল।

বৃহস্পতিবার রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোয় নির্ধারিত সময়ে ২-২ এ সমতা ছিল। অতিরিক্ত সময় শেষে ৪-২ ব্যবধানে জিতেছে দিয়েগো সিমেওনের দল। কার্লো আনচেলত্তির দলের অপরাজেয় যাত্রা থামিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠল অ্যাতলেটিকো।

স্যামুয়েল দিয়াস লিনোর গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল অ্যাতলেটিকো। তবে তাদের ভুলেই প্রথম গোল পায় রিয়াল। অ্যাতলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাকের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে লস ব্লাঙ্কেসরা।

এরপর আলভারো মোরাতার গোলে আরো একবার লিড নেয় স্বাগতিকরা। কিন্তু এবারও তা ধরে রাখতে ব্যর্থ হয় অ্যাতলেটিকো। এবার রিয়ালকে ম্যাচে ফেরান হোসেলু। ফলে সমতায় শেষ হয় নির্ধারিত সময়ে খেলা। অতিরিক্ত সময়ে আতোয়ান গ্রিজমান গোল করে অ্যাতলেটিকোকে এগিয়ে দেন। কিছুক্ষণ পরই ব্যবধান বাড়ান রদ্রিগো রিকেলমে।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এর আগে একটি ম্যাচই শুধু হেরেছিল রিয়াল, গত সেপ্টেম্বরে লা লিগায় অ্যাতলেটিকোর মাঠে। সেই মেত্রোপলিতানোয় ফিরে আরেকটি হারের স্বাদ পেল আনচেলত্তির দল। থামল ২১ ম্যাচের অপরাজেয় যাত্রা।

⠀শেয়ার করুন

⠀আরও দেখুন

Scroll to Top