মিরর স্পোর্টস : ক্রিকেটে আবারও শুরু হচ্ছে যুদ্ধ। বলা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের যুদ্ধের কথা। আর মাত্র এক দিন তারপরই মার্কিন মুলুক ও ক্যারিবিয়ানে মাঠে গড়াবে এই বৈশ্বিক আসর। ২০ দলের এই আসরে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে আফ্রিকার দেশ উগান্ডা। এশিয়ার দেশ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে দেশটির বিশ্বকাপ যাত্রা শুরু হবে। তবে সেই যাত্রা শুরুর আগে ছোট্ট একটা ঝামেলায় পড়েছে দেশটি।
প্রথমবারের বিশ্বকাপ যাত্রায় বেশ রোমাঞ্চিত আফ্রিকার দেশটি। যেটি প্রকাশ পায় ঘটা করে তাদের জার্সি উন্মোচনের অনুষ্ঠানে। তবে তাদের শত ভালোবাসার সেই জার্সি নিয়েই এখন বিপাকে উগান্ডা।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) উগান্ডাকে নির্দেশ দিয়েছে তাদের জার্সি পরিবর্তনের জন্য। অবশ্য খুব বেশি পরিবর্তন আনতে হচ্ছে না তাদের।
ভারতীয় গণমাধ্যম এপিবি লাইভের সূত্র ধরে জানা যায়, উগান্ডা ক্রিকেট দল তাদের জার্সির হাতায় তাদের জাতীয় পাখি সারসের পালক দিয়েছিল। তবে এই পালকের কারণে তাদের জার্সিতে আইসিসির স্পন্সরদের লোগো স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। সে কারণে আইসিসি তাদের জার্সিতে পরিবর্তন আনতে বলে ।
আইসিসির নির্দেশ অনুযায়ী, উগান্ডা তাদের বিশ্বকাপের জার্সি থেকে সারষ পাখির ডানাগুলো সরিয়ে ফেলে। তাদের ট্রাউজারেও একই রকম পরিবর্তন দেখা গেছে।
পরিবর্তনের বিষয়টি নিয়ে উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশনের জনসংযোগ কর্মকর্তা মুসালি ডেনিস জানিয়েছেন, ‘আইসিসি আমাদের নির্দেশ দিয়েছিল আমরা যাতে জার্সিতে পরিবর্তন আনি। তবে নকশা অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য আমাদের কাছে যথেষ্ট সময় ছিল না। তাই আসল নকশায় কিছুটা আপস করে আমাদের ২০ শতাংশ বাদ দিতে হয়েছে। বাকিগুলো ঠিকই রয়েছে।’
বিশ্বকাপ শুরুর আড়াই মাস আগেই নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপের জার্সি তৈরির জন্য বড় একটি প্রতিযোগিতার আয়োজন করে উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন। দেশটির জন্য বেশ কয়েকজন ডিজাইনার তাদের জার্সির ডিজাইন পাঠিয়েছিলেন। সেখান থেকে মাঙ্গেনি ইলিয়াসের করা ডিজাইন বেছে নিয়েছে দেশটির বোর্ড।