মিরর স্পোর্টস : পাকিস্তান ক্রিকেট বোর্ডের দৃঢ় অবস্থানের ফলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে আইসিসি বড় সমস্যায় পড়েছে। জটিল অবস্থায় পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত ফেব্রুয়ারির টুর্নামেন্টে অংশ নিতে যাবে না- এমন জানাজানি হওয়ার পর পিসিবি একটি চিঠি দিয়ে আইসিসিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চেয়েছে।
পিসিবি আরও প্রশ্ন করেছে, বিসিসিআইয়ের সিদ্ধান্তের পর আইসিসির প্রতিক্রিয়া কি। সূত্রমতে, এই উত্তর পাওয়ার পর পিসিবি আইনি পরামর্শ নেবে এবং সরকারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে।
ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছিল, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান থেকে সরানোর পরিকল্পনা করছে। কিন্তু জিও সুপার জানতে পেরেছে, আইসিসি এখনো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের বিষয়ে কিছু জানায়নি। সূত্রটি বলছে, পাকিস্তান ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি স্থানান্তর করা আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হবে। কারণ, ‘১০০ দিনের কম সময়ের মধ্যে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া কঠিন আইসিসির। প্রতিটি বোর্ডের অনুমোদন লাগবে, এবং বৈধ কারণ ছাড়া এটি করা সম্ভব নয়।’
পিসিবির সেই সূত্র উদাহরণ হিসেবে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বলেছে, ‘যদি ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা আপনাদের মনে থেকে থাকে, যুক্তরাজ্য সরকার জিম্বাবুয়ের নাগরিকদের রাজনৈতিক কারণে ভিসা দিতে আপত্তি করেছিল। কিন্তু তখন পুরো টুর্নামেন্ট ইংল্যান্ড থেকে সরিয়ে নেওয়ার বদলে আইসিসি একটি মধ্যপন্থা বের করেছিল। যার ফলে জিম্বাবুয়ে টুর্নামেন্ট থেকে নিজেরাই নাম প্রত্যাহার করে নেয় এবং তাদের বদলে স্কটল্যান্ড অংশ নেয়। এতে বোঝা যায়, যৌক্তিক কারণ ছাড়া মূল আয়োজকদের বাদ দিয়ে টুর্নামেন্ট অন্য কোথাও সরিয়ে নেওয়া আইসিসির জন্য মোটেও সহজ নয় এবং শুধু একটি দেশের নির্দেশে তো নয়ই।’