মিরর স্পোর্টস : টি-টোয়েন্টি সিরিজে একটি জয় পেলেও ওয়ানডে সিরিজে খালি হাতেই ফিরতে হলো ইংল্যান্ডকে। স্বাগতিক ভারতের বিপক্ষে তিনটি ম্যাচেই হার দেখে হোয়াইটওয়াশ হতে হয়েছে জস বাটলারের দলকে। বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৪২ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে ইংল্যান্ড।
ভারতের বিপক্ষে এই ওয়ানডে সিরিজটি ছিল চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে ইংল্যান্ডের জন্য প্রস্তুতির মঞ্চ। তবে এ যাত্রায় হতাশই হতে হলো তাদের। তবে এমন পরাজয়ের বৃত্তে থেকেও পাকিস্তানের কাছ থেকে শিক্ষা নিতে পারে ইংল্যান্ড। ২০১৭ সালে র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে থেকেই চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল পাকিস্তান। ইংল্যান্ডের বর্তমান র্যাঙ্কিং সাত নম্বরে। সবচেয়ে খারাপ অবস্থা থেকে ঘুরে সাফল্যের চূঁড়া ছোয়া যায় সেটা পাকিস্তানের কাছে জেনে নিতে পারে দলটি।
বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৩৫৬ রানের পাহাড়সহ স্কোর গড়ে ভারত। দলটির হয়ে রেকর্ডময় সেঞ্চুরি করেন ওপেনার শুভমান গিল। ১০২ বলে ১১২ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন দেশটির সহ-অধিনায়ক। হাফ সেঞ্চুরি এসেছে বিরাট কোহলি (৫২), শ্রেয়াস আইয়ারের (৫৪ বলে ৭৮) ব্যাটে। ইংল্যান্ডের হয়ে ১০ ওভারে ৬৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করে সবচেয়ে সফল আদিল রশিদ।
বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ ওভারের মধ্যে ৬০ রান তুলে দারুণ কিছুর ইঙ্গিত দেন ফিল সল্ট ও বেন ডাকেট। তবে প্রথম পাওয়ার প্লের মধ্যে এই দুজন আউট হয়ে গেলে আর কেউ ইংল্যান্ডের হাল ধরতে পারেননি। ডাকেট ২২ বলে ৩৪ ও সল্ট ২১ বলে ২৩ রান করেন। তিনে নেমে কিছুটা চেষ্টা করেছিলেন দীর্ঘদিন পর দলে ফেরা টম ব্যান্টন (৪১ বলে ৩৮)। শেষদিকে গাস অ্যাটকিনসনের ১৯ বলে ৩৮ রান কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।