১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
Mirror Times BD

‘ভাইরাল’ হওয়া শান্তর বক্তব্য নিয়ে যা জানা গেল

মিরর স্পোর্টস : পরিসংখ্যান কিংবা র‌্যাংকিং সবকিছুতেই যোজন যোজন পার্থক্য। এমনকি অভিজ্ঞতাতেও এগিয়ে ছিল বাংলাদেশ দল। তবুও যুক্তরাষ্ট্রের মতো ছোট দলের কাছে দ্বিপাক্ষিক সিরিজ খুইয়েছে টিম টাইগার্স। স্বাগতিকদের বিপক্ষে এমন হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়।

হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। এমনিতেই সিরিজের প্রথম টি-২০তে হেরে মানসিকভাবে পিছিয়ে ছিল সফরকারীরা। গতকাল সেই একই ভুলের পুনরাবৃত্তি করে শান্তরা। এতে এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে এগিয়ে সিরিজ শিরোপা নিশ্চিত করেছে স্বাগতিকরা।

তুলনামূলক ছোট দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে টানা দুই ম্যাচ হারে ব্যাপক সমালোচিত হচ্ছে শান্ত-সৌম্যরা। এরই মধ্যে হঠাৎ শান্তর নাম দিয়ে একটি মন্তব্য ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। এই উক্তির জেরে শান্তকে ব্যাপকভাবে ট্রলও করা হচ্ছে। অনেকেই আবার এই উক্তিকে আসল উক্তি ধরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই ফটোকার্ডে খেলা রয়েছে, ‘আমেরিকার টিমে ছয়টা দেশ থেকে আসা প্লেয়াররা খেলেন। তারা যখন খেলে ছয় দেশের মানুষই তাদের জন্য দোয়া করেন। স্বাভাবিকভাবেই, তারা আমাদের থেকে বেশি দোয়া পায়।’

তবে আসলেই এমন কোনো উক্তি করেছেন কী না শান্ত, সেটি নিয়ে অনুসন্ধান করেছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। প্রতিষ্ঠানটির ফ্যাক্টচেকার সোহানুর রহমান জানিয়েছেন, ‘শান্ত এমন কোনো উক্তি করেননি।’

এক ব্যক্তি সার্কাজম করে এই উক্তি তৈরি করে তা নাজমুল হেসেন শান্তর নামে ফটোকার্ড তৈরি করেন এবং নিজ ফেসবুক আইডিতে ডিসক্লেইমার ছাড়া পোস্ট করেন। পরে যতক্ষণে তিনি ডিসক্লেইমার এড করেন ক্যাপশনে ততক্ষণে এই উক্তিটি নাজমুল হোসেন শান্তর আসল উক্তি হিসেবে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়।

হিউস্টনে দ্বিতীয় টি-২০ হারের পর  ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত আসলে যা বলেছিলেন-

‘আমার মনে হয় এমন হার আমাদের জন্য অনেক হতাশাজনক। মাঝের ওভারে সম্ভবত প্রতি ওভারেই আমরা উইকেট হারিয়েছি। মূল কথা হল আমরা ম্যাচ হেরে গেছি। সত্যি কথা বলতে গেলে আমরা ভালো ক্রিকেট খেলিনি। এখানে পরের ম্যাচে আমাদের প্ল্যান কাজে লাগানোর সুযোগ রয়েছে। আশা করছি পরের ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। আমার মনে হয় স্কিলে কোনো সমস্যা নেই। আমাদের নিজেদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। গত দুই ম্যাচে আমরা ভালো খেলিনি।’

শান্তর দেওয়া এই বক্তব্যটিই এডিট করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। যা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে ভাইরাল হওয়া বক্তব্যের কোনো অংশই শান্তর নয়।

⠀শেয়ার করুন

loader-image
Dinājpur, BD
ডিসে ১১, ২০২৪
temperature icon 15°C
scattered clouds
Humidity 48 %
Pressure 1015 mb
Wind 3 mph
Wind Gust Wind Gust: 3 mph
Clouds Clouds: 47%
Visibility Visibility: 10 km
Sunrise Sunrise: 06:41
Sunset Sunset: 17:15

⠀আরও দেখুন

Scroll to Top