মিরর স্পোর্টস : দীর্ঘদিন ধরে জাতীয় দলের সঙ্গে যুক্ত খালেদ মাহমুদ সুজন। দলের পরিচালক হিসেবে লম্বা সময় ছিলেন। হয়ে উঠেছিলেন টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ অংশ। একাদশ নির্বাচন থেকে শুরু করে ম্যাচে বিভিন্ন পরিকল্পনায়ও তার ভূমিকা ছিল।
আজ (রবিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির এই পরিচালক। এই সময় সুজন বিশ্বকাপ প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘আমি মনে হয় সমাধান না এখন বাংলাদেশ ক্রিকেটের। বাংলাদেশের আছে ভালো সমাধান। আর আমি এটাতে ইন্টারেস্টেডও (আগ্রহী) না। আমি মনে করি আমি ভালো চাকরি করছি। শেষ বিশ্বকাপে যা করেছি আমি মনে করি আমার ক্রিকেট ক্যারিয়ারের সাথে ওটা যায় না আসলে। হয়তোবা আমি এত বড় কোচ না তারপরও আমার সম্মান আছে। আর আমার মনে হয় সেই সম্মানটা আমি শেষ বিশ্বকাপে পাইনি। সুতরাং আমি ওটা করতে চাই না আর কোনোদিনও।
সুজন আর এসব পদে যেতে চান না দাবি করে বলেন, ‘আমি ওসব পদে যেতে চাই না। আমি খুশি আমার জীবন নিয়ে। আমি আবাহনীর কাজ করি, বিপিএলে কাজ করি, রাজশাহীতে ক্রিকেট একাডেমিতে কাজ করি। আমার দেশের ক্রিকেটের উন্নতির জন্য জন্য যদি কোনো সাহায্য করতে হয় করব। কিন্তু জাতীয় দলের ওই অ্যাসাইনমেন্টগুলো আমার জন্য ঠিক না আমি ডিজার্ভ করি না।’
নিজের দায়িত্ব এবং বোর্ড সভাপতিকে নিয়েও মন্তব্য করেছেন সুজন, ‘পাপন ভাই আমার অধিনায়ক উনি আমাকে যখন বলে যে ফাইন লেগে ফিল্ডিং করতে আমি করবো। কিন্তু আমি মনে করি উনি আর আমাকে বলবেন না ফাইন লেগে ফিল্ডিং করতে। আমি মনে করি আমি কোনো সলিউশন না এখন আর। এত বড় বড় কোচরা আসছে যারা হাইলি পেইড, তাদের মধ্যে আমার না যাওয়াটাই ভালো।’
নিজের সম্মানের কথা উল্লেখ করে বোর্ড সভাপতির কাছে অনুরোধও রেখেছেন সাবেক এই অলরাউন্ডার, ‘আমি এখন আর ২৮-২৯ বছরের বালক না। আমার সম্মানটা এখন আমাকে রাখতে হবে। পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। কিন্তু আমি রিকোয়েস্ট করি পাপন ভাইকে যেন উনি আমাকে আর এ বিষয়ে কোনো কাজ করতে না বলেন।’