মিরর স্পোর্টস : যতটা গর্জালো, ততটা বর্ষালো না। বিসিবির বোর্ড মিটিংয়ে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স, বিদেশি কোচিং স্টাফ নিয়ে ঝড় ওঠার কথা ছিল। কিন্তু ঝড় খুব একটা ওঠেনি। কিছু আলোচনা হয়েছে ঠিক। তবে, সেখানে খুব নেতিবাচক কিছু ছিল না। বরং, বোর্ড সভায় বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টিই ফুটে উঠলো।
বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সে কথাই জানালেন। বরং, বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে একটা সাফাই তৈরি করলেন বোর্ড পরিচালকরা।
বিসিবি সভাপতি সন্তুষ্টির কারণ জানাতে গিয়ে অন্য দলগুলোর পারফরম্যান্সও টেনে আনেন। তিনি স্মরণ করিয়ে দেন, দক্ষিণ আফ্রিকা নেপালের বিপক্ষে মাত্র ১ রানে জিতেছে। আফগানিস্তান হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে। পাকিস্তান হেরেছে যুক্তরাষ্ট্রের কাছে। মূলত কঠিন উইকেট হওয়ার কারণেই এমনটা হয়েছে। সে তুলনায়, আমাদের পারফরম্যান্স খুব একটা খারাপ ছিল না।
বিশ্বকাপে বাংলাদেশ দলের তরুণদের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘এবার ৫জন তরুণকে নিয়ে বিশ্বকাপে গিয়েছিলাম আমরা। তানজিদ তামিম, তানজিম সাকিব, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক। এদের মধ্যে রিশাদ, সাকিব আর হৃদয়রা খুব ভালো খেলেছে। তাদের পারফরম্যান্সে আমরা খুব খুশি।’
তবে সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্সে বিসিবি খুবই হতাশ। পাপন বলেন, ‘আশা ছিল সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা ভালো করবে। তাদের কেউ না কেউ বিশ্বকাপটা ভালো খেলবে। কিন্তু তারা কেউ কিছু করতে পরেনি। তাদের পারফরম্যান্সে আমরা হতাশ। তারা কারো প্রত্যাশা পূরণ করতে পারেনি। তরুণরা ভালো খেলছে। এ কারণে খুশি। কন্ডিশনওয়াইজ আমরা ভালো খেলছি।’
আফগানিস্তানের সঙ্গে ১২.১ ওভারে জিততে পারলে সেমিফাইনাল খেলা হতো। এ নিয়ে বিসিবি সভাপতিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে ১২.১ ওভারে জেতাটা খুবই কঠিন ছিল। এই ওভারে এমন জয় কারো পক্ষেই সম্ভব নয়। আর নাজমুল হোসেন শান্ত কেন ৩ উইকেট পড়ে যাওয়ার পর পর ট্রাই করবে না বলে মন্তব্য করেছে, সে সম্পর্কে জানতে হবে। এমন মন্তব্য করা ঠিক হয়নি। তবে, ১২.১ওভারে এই রান করাটা সহজ ছিল না।’